You are currently viewing কীভাবে শেয়ার ব্যাবসায় লাভবান  হবেন ? আমার মতে সেরা 30টি বিনিয়োগ পরামর্শ ।

কীভাবে শেয়ার ব্যাবসায় লাভবান হবেন ? আমার মতে সেরা 30টি বিনিয়োগ পরামর্শ ।

আজকের অ্যাটিক্যালের বিষয় হল কীভাবে শেয়ার ব্যাবসায়    লাভবান হবেন তার জন্য ৩০টি বিনিয়োগ পরামর্শ । এই পরামর্শগুলো অনুসরনের মাধ্যমে আপনি একজন লাভবান বিনিয়োগকারী হয়ে উঠবেন ।

  কীভাবে শেয়ার ব্যাবসায় লাভবান হবেন ?

শেয়ার বাজারে প্রবেশের প্রতেকের উদ্দেশ্য থাকে প্রচুর পরিমানে অর্থ বৃদ্ধি করার । তবে শেয়ার বাজারে একটি চিরন্তন সত্য আছে যে এখানে ৯০ শতাংশ নিবেশক অর্থ হারায় এবং ১০ শতাংশ মানুষ প্রচুর অর্থ উপার্জন করেন ।শেয়ার বাজারে এই ৯০ শতাংশ ও ১০ শতাংশ অনুপাত হওয়ার কারন হল ৯০ শতাংশ মানুষ শেয়ার বাজার সংক্রান্ত পড়াশুনা করে না এবং শেয়ার কেনার পূর্বে কোনরকম রিসার্চ না করেই টিপসের ওপর নির্ভর করে শেয়ার কিনে ফেলে। অন্যদিকে ১০ শতাংশ নিবেশক শেয়ার বাজার সংক্রান্ত সমস্ত রকম পড়াশুনা করেন এবং শেয়ার কেনার পূর্বেই সমস্ত রিসার্চ করার পরই শেয়ার কেনেন ।

শেয়ার বাজারে টাকা বাড়ানো অবশ্যই সম্ভব তবে ধৈর্য্যর সাথে । ধৈর্য কোন কাজে তখনই  আসে যখন সেই বিষয়ে আগ্রহ থাকে । আপনি যখন কোন বিষয় সম্পর্কে জানবেন , তখনই স্বাভাবিক ভাবেই সেই বিষয় সম্পর্কে একটা বিশ্বাস জন্মাবে যা আপনাকে ধৈর্যশীল করে তুলবে

শেয়ার ব্যাবসায়: আমার মতে সেরা 30টি বিনিয়োগ পরামর্শঃ-

১) Technical Analysis করার জন্য কোন Hard & Fast rules নেই ।Technical Analysis করার সময় চার্টে Green Candle bearish হতে পারে আবার Red Candle bullish হতে পারে ।

আরো পড়ুন ইন্ট্রাডে ট্রেডিং কী ? কিভাবে সফল ট্রেডার হয়ে উঠবেন জেনেনিন সমস্ত খুঁটিনাটি । 

২) কোন স্টক/ইনন্ডেক্স  overbought এবং Oversold জোনে বহুদিন থাকতে পারে ।

 

৩) Price action 1 day এবং 1 week chart বেশি গ্রহনযোগ্য ।

 

৪) স্টক/ইনন্ডেক্স লেভেলে কাজ করে । লেভেল খুব গুরুত্বপূর্ণ  । যেমন – support, resistance ।

 

৫) কোন স্টক আন্যালাইসিস করার সময় একটি নির্দিষ্ট টাইমফ্রেমে না দেখে একাধিক টাইমফ্রেমে দেখতে হবে । যেমন -৫মিনিট,১৫মিনিট, ১ঘন্টা,১ দিন, ১ সপ্তাহ ।

 

৬) স্টকের সাথে  নিফটির Co-relation কি তা দেখতে হবে ।সব সময় ট্রেন্ড এর সাথে ইনভেস্ট করতে হবে ।

উদাহরন- কোন এক সময় দেখা গেলো নিফটি ডাউন কিন্ত স্টক bearish তাহলে ইনভেস্ট না করাই ভালো কারন খুব কম স্টক trend এর বিরুদ্ধে যায় ।

 

৭) কোন স্টক সেক্টরের বোটম ৩ তে থাকলে অবশ্যই টপ ৩ তে যাবেই ।

টপ ২ এবং টপ ৩ সেক্ট্রেরের স্টক ইনভেস্ট না করাই ভালো । বোটম ২ , ৩ স্টক buy singal থাকলে সেটাই ইনভেস্ট করাই শ্রেয় ।

 

৮)  স্টক/ইনন্ডেক্সের মুভ যদি volume supported না হয় তাহলে সেটা বেশি দিন টেকে না ।

 

৯) কোন স্টক যদি বেশিদিন consolidation পিরিয়ডে থাকে তাহলে অবশ্যই একটা বড় মুভ আসবেই উপরের দিকে ।

 

১০) Technical Analysis Fail হয়ে যায় যখন কোন নিউজ আসে বা ইনডেক্স ম্যানেজমেন্ট হলে ।

 

১১) কোন একটি নির্দিষ্ট সেট আপের উপর নির্ভর করে স্টক বাই করা উচিত না । Multiple set up করে স্টক বাই করা উচিত । পাঁচের অধিক set up এর উপর দেখার পর সবেচেয়ে বেশি set up এ যেই সিগন্যাল দিচ্ছে সেই আনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত ।

 

১২) কোন লেভেল বাব বার টেস্ট করলে সেটা ব্রেক হয়ে যায় । Multiple Level Test করছে কিন্ত volume supported না হয় তাহলে মজবুত support কিংবা resistance এর কাজ করে ।

কিন্ত দ্বিতীয়বার টেস্ট করছে  volume এর সাথে তাহলে ব্রেক হওয়ার সম্ভবনা থেকে যায় ।volume supported যদি multiple test হয় তাহলে সেটা ব্রেক করে যায়।

volume supported হলে সেটা strong support কিংবা resistance এর কাজ করে না ।

 

১৩) Future কে Hedge করার জন্য option । Cash কে Headge করার জন্য Future ।

 

১৪) Analysis নিজেকে করতে হবে ।

 

আরো পড়ুন প্রথম নিবেষক হিসাবে stock market এ stock কিভাবে নির্বাচন করবেন ?

 

১৫) সবসময় candle এর সাইজ এবং volume bar তুলনা করতে হবে । যদি volume এবং price mismatch করে তাহলে বুঝে নিতে হবে কোন problem আছে ।

 

১৬) Stop Loss সবসময় volatality এর নীচে দিতে হবে ।

 

১৭) কোন নিউজ কিংবা quaterly result এর উপর নির্ভর করে স্টক বাই করা উচিত নয় ।

 

১৮) Smart Money সবসময় পরিবর্তন হয় কখন FII, DII, বা অন্য কেও ।

 

১৯) ৩৬০° অ্যানালাইসিস করতে হবে ।

 

২০) স্টক মার্কেটকে অর্থনীতি চালায় ।

 

২১) আপনার মোট অর্থের ১০% বিনিয়োগ করুন ।

 

২২) Actual News এবং Speculative News কোনটি সেটা বুঝতে হবে ।

 

২৩) স্টক মার্কেটে যেটা দেখা যায় , সেটা হয় না । আর যেটা দেখা  যায়না সেটাই হয় ।

 

২৪)স্টক মার্কেটে এমন টাকা ইনভেস্ট করুন যেটা লস করলেও আপনি afford করতে পারবেন ।

 

২৫) স্টক মার্কেটে কখন ধারের টাকায়ে ইনভেস্ট করবেন না ।

 

২৬) মাঝে মাঝেই আপনার ডিম্যাট অ্যাকাউন্ট চেক করুন ।

 

২৭) স্টক মার্কেটে Data is king।

 

২৮) টিপসের থেকে সাবধানে থাকবেন ।

 

২৯) সমস্ত ডেটা NSE WEBSITE ফ্রীতে পাবেন তার জন্য কাউকে কোন টাকা দিতে হবেনা ।

 

৩০) স্টক মার্কেট একরাতে শেখা যায়না ।

শেয়ার ব্যাবসায় বিনিয়োগ করতে চাইলে কোনরকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না সকলেই এই শেয়ার ব্যাবসায় অংশগ্রহন করতে পারে ।তবে এই ব্যাবসায় সফল হতে চাইলে 6 Qualities of intelligent investors. বুদ্ধিমান নিবেষক হওয়ার প্রধান 6 টি বৈশিষ্ট্য    এই গুনগুলো থাকা প্রয়োজন এবং শেয়ার বাজারে 7 টি বৃহত্তম ভুল যা সহজে আপনি এড়াতে পারবেন  এই ভুলগুলো এড়িয়ে চললেই আপনি শেয়ার ব্যাবসায় লাভবান বিনিয়োগকারী হয়ে উঠবেন ।

 

সতর্কীকরণঃ আজকের ব্লগে যে সমস্ত উদাহরন ব্যাবহার করা হয়েছে  কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য এবং পাঠকের তথ্যের জন্য ।বিনিয়োগ সম্পর্কিত কোন সিদ্ধান্ত নেওয়ার আগে দয়া করে আপনার আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন ।

ট্যাগঃ শেয়ার ব্যাবসায়।

This Post Has 4 Comments

Leave a Reply