আমরা অনেকেই ব্যাবসা করতে চাই কিন্ত প্রচুর অর্থ লাগবে ভেবে আবার পিছুপা হই।বর্তমানে ডিজিটাল বিপ্লব হওয়ার পর তা অনেকটাই বদলে গেছে , এখন অর্থের চেয়ে বেশি প্রয়োজন দক্ষতা । আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে সামান্য অর্থ খরচ করে ব্যাবসা শুরু করতে পারবেন । আজকে আমি তেমনি একটা ব্যাবসার কথা বলবো সেই ব্যবসা সম্পর্কে দক্ষতা অর্জনের জন্য আপনাকে কোন অর্থ খরচ করতে হবে না । আপনি www.sharebazarblog.com এই ওয়েবসাইটটি ফলো করেন তাহলে নতুনদের জন্য শেয়ার বাজার প্রশিক্ষণ সম্পর্কে সামগ্রিক ধারনা পেয়ে যাবেন ।
Table of Contents
নতুনদের জন্য শেয়ার বাজার প্রশিক্ষণ
শেয়ার বাজার সম্পর্কে ধারনা অর্জনের জন্য আপনাকে শেয়ার বাজার ব্লগের সমস্ত অ্যাটিক্যাল পড়তে হবে। আপনি শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করবেন এবং কোন কোন বই তার জন্য পড়তে হবে সেই সম্পর্কে জানতে আপনকে পড়তে হবে –
শেয়ার বাজারের সহজ পাঠ
শেয়ার বাজার সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাকে জানতে হবে , যা আপনাকে শেয়ার বাজার সম্পর্কে অভিজ্ঞ করে তুলবে ।অভিজ্ঞতাই আপনাকে সফলতা এনে দেবে ।
শেয়ার বাজার সম্পর্কে তথ্য
কোন ব্যাবসায় প্রবেশের পূর্বে সফলতার কারণগুলি জানার আগে অসফলতার কারণগুলি সম্পর্কে সচেতন হওয়া উচিত । ব্যাবসায় একটি ভুল সিদ্ধান্ত আপনাকে এই ব্যাবসা থেকে বের করে দিতে পারে। অসফলতার কারণগুলো জানতে পড়ুন –
খুচরো বিনিয়োগকারীদের শেয়ার বাজারে অর্থ হারানোর কারন
শেয়ার বাজারে বহু নিবেশকের ওপর রিসার্চ করে দেখা গেছে যে বেশিরভাগ নিবেষক ৭ টি ভুল করেই থাকে। আপনি এই ব্যাবসায় প্রবেশের পূর্বেই জেনে নিন কোন ভুলগুলো প্রায়শই সকলেই কমবেশি করে থাকে। আপনি এই ভুলগুলো কিভাবে কম করবেন জানতে পড়ুন –
শেয়ার বাজারে ৭ টি বৃহত্তম ভুল যা আপনি সহজে এড়াতে পারবেন
আপনি শেয়ার বাজারে কিভাবে ভুল হয় তা ইতিমধ্যে জেনে নিয়েছেন । এখন আপনার লক্ষ্য হলে কি করে এই ব্যাবসায় লাভবান হবেন । লাভবান হতে চাইলে আপনাকে বুদ্ধিমান নিবেষক হতে হবে । বুদ্ধিমান নিবেশক কিভাবে হয়ে উঠবেন তা জানতে পড়ুন –
বুদ্ধিমান নিবেশক হওয়ার প্রধান ৬ টি বৈশিষ্ট্য
এতক্ষনে শেয়ার বাজার সম্পর্কে আপনার প্রাথমিক সমস্ত ধারনা হয়ে গেছে, এখন সময় মাঠে নামার । প্রথম ব্যাটসম্যান হিসাবে কিভাবে আপনি খেলবেন তা সম্পর্কে আপনাকে জানা অন্তত গুরুত্বপূর্ণ । এই ব্যাবসায় কী করে সফল হবেন তার জন্য শেয়ার বাজার ব্লগ আপনাকে সাহায্য করবে। নিন্মের অ্যাটিক্যালটি পড়ার মাধ্যমে আপনি স্টক নির্বাচন করে শিখে যাবেন ।
প্রথম নিবেষক হিসাবে স্টক মার্কেটে স্টক কিভাবে নির্বাচন করবেন ?
আপনি এখন শেয়ার নির্বাচন করতেও শিখে গেছেন । এখন প্রশ্ন হল আপনি কেমন ধরনের বিনিয়োগকারী হবেন । আপনি স্বল্প সময়ের জন্য কেনাবেচা করবেন নাকি অধিক সময়ের জন্য নিবেষ করবেন এবং কিভাবে রিসার্চ করবেন তা জানতে পরবর্তী অ্যাটিক্যালটি পড়ুন –
শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের প্রকার
শেয়ার বাজারে বিভিন্ন ধরনের ট্রেডিং হয়ে থাকে যেমন স্কাল্পিং ট্রেডিং , ইন্টাডে ট্রেডিং, শুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং । প্রত্যেক ট্রেডিং সম্পর্কে জানার পর আপনি কোনটাতে অভ্যস্ত সেই অনুযায়ী আপনি সেই ট্রেডিং পদ্ধতি পছন্দ করবেন । এই চারটি ট্রেডিংয়ের মধ্যে আজকে স্কাল্পিং ট্রেডিং সম্পর্কে নিম্নে দেওয়া হল –
sculping trading কী ?
আমারা উপরের অ্যাটিক্যালে sculping trading সম্পর্কে জানলাম এখন আমরা intraday trading সম্পর্কে জানবো । Intraday trading সম্পর্কে জানতে নিচের অ্যাটিক্যালটি পড়ুন –
Intraday trading কী ? কীভাবে সফল trader হয়ে উঠবেন জেনে নিন সমস্ত খুঁটিনাটি।
এবার আমারা জানবো সুচক সম্পর্কে । ভারতের টপ কোম্পানিগুলো কিভাবে সুচকে অন্তভুক্ত হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের অ্যাটিক্যালটি পড়ুন –
সেনসেক্স ও নিফটি কী ?
আপনি যদি মনে করেন সরাসরি ট্রেডিংয়ে অংশগ্রহন করবেন না তাহলে আপনি Index Fund দিয়ে শুরু করতে পারেন ।ইনডেক্স ফান্ডে কিভাবে বিনিয়োগ করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের শেষ অ্যাটিক্যালে করা হল ।
ইনডেক্স ফান্ড কী এবং কিভাবে ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করবেন ?
**নতুনদের জন্য শেয়ার বাজার প্রশিক্ষণ
Hi, I’m Pritam Saha. I have a passion for stocks and have spent my last 6+ years learning about the stock market. My Blog focuses on idea & concepts that improve the skills of the investor to manage their own money.
I am a new invistor I WENT SOME ADVICE FROM YOU.
বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ।
Pingback: হোম লোন নেবেন ভাবছেন।দেখে নিন ঋণযোগ্যতা বাড়ানোর এই উপায়গুলি - Share Bazar Blog