You are currently viewing 20 টি বাক্যে যা আপনাকে যেকোন ফিনান্স ডিগ্রির চেয়ে বিনিয়োগ সম্পর্কে আরো বেশি শিখিয়ে দেবে

20 টি বাক্যে যা আপনাকে যেকোন ফিনান্স ডিগ্রির চেয়ে বিনিয়োগ সম্পর্কে আরো বেশি শিখিয়ে দেবে

আপনার কাছে ফিনান্স ডিগ্রি নেই বলে আপনি আর্থিক স্বাধীনতা পাবেন না কিংবা আপনার ফিনান্স নিয়ন্ত্রণ করতে পারবেন না এমনটা নয়। আপনার আর্থিক স্বাধীনতা পেতে যে যে বিষয়গুলোর প্রতি নজর দেওয়া উচিত সেগুলো আজকের ব্লগে আলোচনা করা হল-

১) বিনিয়োগ যত শীগ্রই সম্ভব তাড়াতাড়ি শুরু করুন। কোমপাউন্ডিং অর্থকে বৃদ্ধি করতে সাহায্য করবে ।(ফিনান্স ডিগ্রি)

২) যে কোন অ্যাসেটে বিনিয়োগের পূর্বে আপনি রিস্ক কতটা সহ্য করতে পারবেন সেই সম্পর্ক জানুন ।(ফিনান্স ডিগ্রি)

৩) আপনার পোর্টফলিওকে বৈচিত্র্যপূর্ণ করুন । কখনই একটি অ্যাসেটে আপানার সব অর্থ বিনিয়োগ করবেন না ।(ফিনান্স ডিগ্রি)

৪) আপনি যখন কোন অ্যাসেট কিনবেন তখন সেটিকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখুন , তাহলে অল্প সময়ের বাজার ওঠানামা আপনাকে বিরক্ত করবে না ।

৫) বিনিয়োগে আপনার অর্থ ম্যানেজ করার থেকেও গুরত্বপুর্ন হল আপনার ইমোশন কে নিয়ন্ত্রন করা ।(ফিনান্স ডিগ্রি)

৬) আপনি যদি শান্তভাবে বিনিয়োগ করতে চান তাহলে সবার প্রথমে খবর দেখা বন্ধ করুন ।(ফিনান্স ডিগ্রি)

৭) বিনিয়োগের জন্য উচ্চ ইন্টেলিজেন্টের প্রয়োজন হয় না , আপনার অর্থ সঠিক প্ল্যানের সাথে ধারাবাহিক ও নিয়মনুবর্তীতা সাথে বিনিয়োগ করতে হয়।(ফিনান্স ডিগ্রি)

৮) বিনিয়োগে কখনও অল্প জিতবে আবার কখন‌ অল্প হারবে। কিছু সময় হারবে এটি বিনিয়োগের একটি অংশ ।(ফিনান্স ডিগ্রি)

৯) আপনি যদি বুঝতে না পারেন কোথায় বিনিয়োগ করবেন তাহলে ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করুন ।

১০) বিনিয়োগের নির্দিষ্ট কোন সঠিক সময় বলে কিছু হয় না । আপনি যখন খুশি শুরু করতে পারেন ।

১১) আপনি আপনার বিনিয়োগ প্যানিক করে বিক্রয় করবেন না , এটি করলে পরে পস্তাতে হবে ।

ওপেন ডিম্যাট অ্যাকাউন্ট –https://itrade.angelone.in/?SourceType=B2B

১২) আপনি কেন বিনিয়োগ করছেন সেই সম্পর্কে আগে জানুন । এটি আপনাকে সঠিক প্ল্যান করতে সাহায্য করবে ।

১৩) কখনই বাজারের টপ এবং বোটাম ধরার চেষ্টা করবেন না কারন কেও বাজারের সঠিক টপ এবং বোটাম সম্পর্কে বলতে পারবে না ।

১৪) সর্বদাই আপনার লাভ্যাংশ এবং ডিভিডেন্ড পুনরায় বিনিয়োগ করুন , এতে আপনার বিনিয়োগ কোমপাউন্ড(Compound) খুব দ্রুত হবে ।

১৫) আপনার আর্থিক স্বাধীনতা লাভের জন্য ইক্যুইটির মালিক হতে হবে ।

১৬) আপনার পরিবারের একটি ইন্সুরেন্স এবং অন্ততঃ ৬মাসের এমার্জেন্সি ফান্ড থাকা উচিত । যাতে বিপদের সময় আপনার বিনিয়োগকে ভাঙতে না হয় ।

১৭) সবচেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ হল নতুন দক্ষতা শেখা জ্ঞানের জন্য ।

১৮) আপনার বিনিয়োগ সহজ করুন ।

১৯) আপনি বিনিয়োগ কৌশল নকল করতে পারেন কিন্ত বিশ্বাস নয় ।

২০) বিনিয়োগ একটি দীর্ঘকালীন খেলা , এতে জুয়া খেলার চেষ্টা করবেন না ।

personal finance

আজকের ব্লগে ২০টি ফিনান্স সম্পর্কিত লেসন সম্পর্কে আলোচনা করা হল। এগুলো অবশ্যই আপনার আর্থিক স্বাধীনতা পেতে সহায়তা করবে।

আজকের ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ।

ধন্যবাদ।

আরো পড়ুন 👇

শেয়ার মার্কেট সম্পর্কে ভ্রান্ত কয়েকটি ধারণা । আপনিও কী এইসব ভাবছেন ?

কিভাবে সেরা Health Insurance নির্বাচন করবেন ?

NPS(National Pension System) কী? জেনে নিন পেনশন পাবার নিয়ম ও যোগ্যতা ।

সুকন্যা সমৃদ্ধি যোজনা 2022। জেনে নিন কিভাবে আপনার কন্যা সন্তানের জন্য সঞ্চয় করবেন

This Post Has One Comment

Leave a Reply