সভেরিন গোল্ড বন্ড ২০২৩-২৪ আর্থিক বছরের প্রতি ইউনিট বন্ডের মূল্য ৫৯২৬ টাকা এবং অনলাইন আবেদন ও পেমেন্টে ৫০ টাকা ডিসকাউন্ট, যা ১১ই জুন থেকে ২৩ জুনের মধ্য কিনতে পারবেন । পরবর্তী ইস্যু পাওয়া যাবে ১১ সেপ্টঃ থেকে ১৪ সেপ্টঃ ২০২৩ পর্যন্ত ।
Table of Contents
সভেরিন গোল্ড বন্ড কী ?
সভেরিন গোল্ড বন্ড হল আরবিআই(RBI) জারি করা একটি সরকারি সিকিউরিটিজ । এটি ফিজিক্যাল সোনার বিকল্প হিসাবে কাজ করে।বছরে বেশ কয়েকবার জারি করা হয় এই বন্ড ।প্রতিটি সিরিজের ইস্যু মূল্য সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান দ্বারা নির্ধারণ করা হয় ।
সভেরিন গোল্ড বন্ডের ইস্যু মূল্য কত ?
ইস্যু মূল্য নির্ধারণ করেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া । এবারের ইস্যু মূল্য করেছে ৫,৯২৬ টাকা । যদি অনলাইনে আবেদন করে অনলাইনে পেমেন্ট করা হয় তাহলে ৫০ টাকা ছাড় দিয়ে মূল্য হবে ৫৮২৬ টাকা।
Tranche | Date of subscription | Date of issuance | Issue price |
২০২৩-২৪, সিরিজ-১ | জুন ১৯- জুন ২৩ | ২৭ জুন ২০২৩ | ৫৯২৬ প্রতি গ্রাম |
লক ইন পিরিয়ড
এই বন্ডের লক ইন পিরিয়ড ৮ বছর । তবে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বর্ষে অকাল প্রত্যাহারের সুযোগ আছে ।
সুদের হার কত
সভেরিন গোল্ড বন্ডের ১ ইউনিট ১ গ্রামের সমান । এই বন্ডে বার্ষিক ২.৫ % সুদ দিয়ে থাকে । সুদটি প্রতি বছরে দুই বার বিনিয়োগকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে । আয়কর আইন ১৯৬১ অনুসারে সুদ করযোগ্য ।
বিনিয়োগ সীমা
সভেরিন গোল্ড বন্ড সর্বনিম্ন ১ গ্রাম সোনার বন্ড জারি করে । ট্রাস্ট, বিশ্ববিদ্যালয়ের মতো সংস্থাগুলির জন্য ২০ কিলোগ্রাম এবং ব্যাক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার সর্বোচ্চ ৪ কিলোগ্রাম সোনা কিনতে পারবে একটি আর্থিক বছরে ।
বিনিয়োগ মাধ্যম
সভেরিন গোল্ড বন্ড অনুমোদিত পোস্ট অফিস , স্টেট ব্যাংক , ব্রোকার এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকে কিনতে পারবেন । এই সব ব্যাংকের ওয়েবসাইট কিংবা নেট ব্যাঙ্কিং মাধ্যমে কিনতে পারবেন ।
Angel one ব্রোকারের কাছে অ্যাকাউণ্ট থাকলে আপনি খুব সহজেই সভেরিন গোল্ড বন্ডে বিনিয়োগ করতে পারবেন । আপনারা খুব সহজেই বিনিয়োগ করতে চাইলে নীচে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া হল –
Angel one – https://angel-one.onelink.me/Wjgr/t98obl3q
বিনিয়োগের সুবিধা
১) সোনার বিশুদ্ধতা নিয়ে কোন প্রশ্ন নেই ।
২) ৮ বছর পর্যন্ত অপেক্ষা করলে লাভের উপর কোন ট্যাক্স নেই ।
৩) উচ্চ লিকিউডিটি আছে ।
৪) এই বন্ডের দ্বারা আপনি লোন নিতে পারবেন ।
৫) বিনিয়গের উপর ২.৫ % সুদ।
৬) অনলাইনে বিনিয়োগে ৫০টাকা ছাড় প্রতি ইউনিটে ।
বিনিয়োগের অসুবিধা
৫ বছরের লক ইন পিরিয়ড থাকে ।
আরো পড়ুন –
স্বল্প মেয়াদি বিনিয়োগ পরিকল্পনা
Hi, I’m Pritam Saha. I have a passion for stocks and have spent my last 6+ years learning about the stock market. My Blog focuses on idea & concepts that improve the skills of the investor to manage their own money.
Pingback: ঋণের বোঝা কমানোর 10 টি সহজ উপায় - Share Bazar Blog