You are currently viewing সুকন্যা সমৃদ্ধি যোজনা 2022। জেনে নিন কিভাবে আপনার কন্যা সন্তানের জন্য সঞ্চয় করবেন

সুকন্যা সমৃদ্ধি যোজনা 2022। জেনে নিন কিভাবে আপনার কন্যা সন্তানের জন্য সঞ্চয় করবেন

ভারত সরকারের “বেটি পড়াও, বেটি বাঁচাও” অভিযানের একটি অংশ সুকন্যা সমৃদ্ধি যোজনা। আপনার কন্যা সন্তানের সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে ভারত সরকার দ্বারা শুরু করা এটি একটি সঞ্চয়মূলক স্কিম। সরকার কর্তৃক পরিচালিত এই স্কিমের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কন্যা সন্তানের বয়স ১০ বছর হওয়ার আগেই আপনাকে এর জন্য আবেদন করতে হবে। 

আর সব থেকে সুবিধার ব্যাপার হল এই প্রকল্পের জন্য আপনি বছরে মাত্র ২৫০ টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। এর জন্য সরকার আপনাকে জমা করা অর্থের উপর ৭.৬% হারে সুদ প্রদান করবে। এছাড়া এই প্রকল্পের উপর ট্যাক্স ছাড় রয়েছে। 

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে :

  • সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য প্রয়োজনীয় যোগ্যতা
  1. এই প্রকল্পে আবেদন করতে চাইলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  2. একটি কন্যা সন্তানের জন্য একটি মাত্র খাতা খোলা যাবে ।
  3. কন্যা সন্তানের বয়স ১০ বছর হওয়ার পূর্বেই খাতাটি খুলতে হবে, তবে এক বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে।
  4. পরিবারে সর্বাধিক দুটি কন্যা সন্তানের জন্য খাতা খোলা যেতে পারে, তবে যমজ সন্তান হলে তিনটি পর্যন্ত খাতা খোলা যাবে।
  5. সন্তান প্রাপ্ত বয়স্ক হলে উপযুক্ত নথিপত্র দিয়ে নিজেই তা পরিচালনা করতে পারবে। 

সুকন্যা সমৃদ্ধি ম্যাচিওর করতে কত সময় লাগবে? হাতেই বা পাবেন কবে?

ঠিক যে দিন আপনি অ্যাকাউন্ট খুলবেন তার ২১ বছর পর আপনার জমা করা টাকা ম্যাচিওর করবে এবং সম্পূর্ণ অর্থ আপনি হাতে পাবেন। তবে এর মানে এই নয় যে ২১ বছর পর্যন্ত আপনাকে টাকা দিয়ে যেতে হবে। আপনি টাকা জমা করবেন ১৫ বছর সময় পর্যন্ত। বাকি ৬ বছর আপনার জমা করা টাকার উপর লভ্যাংশ জমা হতে হতে ২১ বছর পর আপনি মোট অর্থরাশি হাতে পাবেন। 

এছাড়া যদি সন্তানের উচ্চ শিক্ষার জন্য প্রয়োজন হয় তাহলে আপনি ১৮ বছর পর মোট টাকার ৫০ শতাংশ তুলে নিতে পারেন। সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণাদি আপনাকে দেখাতে হবে। কিন্তু বাকি ৫০ শতাংশ টাকা ম্যাচিওরিটির জন্য আপনাকে রাখতে হবে।

ম্যাচিওরিটির আগে সন্তানের কোন দুরারোগ্য ব্যধি বা বিবাহের জন্যও প্রয়োজনে ৫০ শতাংশ টাকা তোলা যেতে পারে।

  • প্রয়োজনীয় নথিপত্র
  1. কন্যার বার্থ সার্টিফিকেট
  2. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
  3. পিতামাতা ও কন্যার ফটো
  4. আধার কার্ড
  5. পিতামাতার প্যান কার্ড, রেশন কার্ড

আরো পড়ুন – জেনে নিন কিভাবে কোটিপতি হয়ে অবসর নেবেন।

কোন কোন ব্যাঙ্কে খাতা খোলা যেতে পারে?

পোষ্ট অফিসে এই যোজনার অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এছাড়া RBI এর অনুমোদন আছে মোট ২৮ টি ব্যাঙ্কে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন। যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান অভারসিস ব্যাঙ্ক, এক্সিস ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক ইত্যাদি। এই ২৮ টি ব্যাঙ্কের যে কোন একটিতে আপনার সুবিধা মত অ্যাকাউন্ট খুলতে পারেন। 

অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চাইলে কি করতে হবে ?

অ্যাকাউন্ট হোল্ডারের বাসস্থান পরিবর্তিত হলে উপযুক্ত প্রমান দিয়ে আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন। অন্যথায় আপনাকে ১০০ টাকা ফী দিয়ে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে। 

অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হলে আপনার পাসবুক ও নথি সহ আপনাকে পোষ্ট অফিস বা ব্যাঙ্কে যেতে হবে এবং অ্যাকাউন্ট স্থানান্তরের জন্য আবেদন করতে হবে। এই ব্যাঙ্ক বা পোষ্ট অফিসের ব্যবস্থাপক আপনার পূরন অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন। এরপর যে ব্যঙ্কে বা পোষ্ট অফিসের শাখায় আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেখানে সমস্ত নথি নিয়ে যেতে হবে। নথি যাচাইয়ের পর আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলে পাসবুক দিয়ে দেওয়া হবে। 

সুকন্যা সমৃদ্ধি যোজনা

কোন কোন পরিস্থিতে অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে?

  1. কন্যা সন্তানের অসময়ে মৃত্যু হলে ।
  2. অভিভাবকের অসময়ে মৃত্যু হলে ।
  3. অ্যাকাউন্ট চালাতে অসমর্থ হলে ।
  4. কোন মেডিক্যাল এমারজেন্সি দেখা দিলে ।
  5. কন্যা সন্তান যদি কোন কারণে ভারতীয় নাগরিকত্ব হারিয়ে ফেলে

সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২২ অনুযায়ী নতুন নিয়মগুলি

  1. সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট বার্ষিক ন্যূনতম টাকা জমা না করলে অ্যাকাউন্ট ডিফল্ট হয়ে যেত। এখন এই নিয়মে পরিবর্তন করা হয়েছে। অ্যাকাউন্ট সক্রিয় না করা হলেও মেয়াদের আগে পর্যন্ত জমা করা অর্থের উপর সুদ প্রদান করা  হবে।
  2. 80C অনুযায়ী আগে দুই কন্যা সন্তানের অ্যাকাউন্ট কর ছাড়ের সুবিধা ছিল। তৃতীয় কন্যার অ্যাকাউন্ট  এই কর ছাড় ছিল না। ২০২২ এর নিয়মাবলি অনুযায়ী প্রথম কন্যা সন্তানের পর যমজ কন্যা সন্তান হলে মোট তিনটি অ্যাকাউন্টের কর ছাড় মিলবে। 
  3. মেয়ের ১০ বছর পূর্ণ হলে সে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারতো। এখন এই বয়স পরিবর্তন করে ১৮ বছর করা হয়েছে। 
  4. প্রত্যেক আর্থিক বছরের শেষে অ্যাকাউন্ট সুদ জমা পড়বে। 

সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

১) সুকন্যা সমৃদ্ধি যোজনার নিন্মতম বিনিয়োগ কত ?

উওর : ২৫০ টাকা ।

২) সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে লোন পাওয়া যায় ?

উওর : না ।

৩) মেয়াদ পূর্তির পূর্বে অ্যাকাউন্ট বন্ধ করা যায়?

উওর : সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট মেয়াদ পূর্তির পূর্বে বন্ধ করা যেতে পারে। এটি করা যেতে পারে কন্যা সন্তানটির মৃত্যুর ক্ষেত্রে অথবা এমন একটি পরিস্থিতি যেখানে অ্যাকাউন্ট হোল্ডারকে একটি জীবন সংশয়কারী অসুস্থতার জন্য চিকিৎসা গ্রহন করতে হবে অথবা অভিভাবকদের মৃত্যু হলে ।

৪) বর্তমান সুদের হার কত ?

উওর: প্রতিবছর ৭.৬% (3FY 2021-22)

আরো পড়ুন –

পেনশন প্রকল্প কী ?

কর ছাড়ে কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব ?

বয়স্ক নাগরিকরা কোন ফান্ডে বিনিয়োগ করবে ?

এক রাতে ম্যাচুরিটি হয় , এমন একটি মিউচুয়াল ফান্ড ?

This Post Has One Comment

Leave a Reply