আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে অপশন চেইন নিয়ে আলোচনা করব।অপশন চেইনে ট্রেড করার সময় প্রফেশনাল বিনিয়গকারীরা যে সমস্ত নিয়ম মেনে চলেন সেই সমস্ত গুরত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের বিনিয়োগে সফল হতে সাহায্য করবে । চলুন তাহলে জেনে নেই অপশন চেইন সম্পর্কিত গুরত্বপূর্ণ টিপসগুলি –
১) সঠিক এন্ট্রি এবং এক্সিট লেভেল খুঁজে বের কর ।
২) Top down analysis দ্বারা বোঝার চেষ্টা করতে হবে শর্ট টার্মে স্মার্ট মানির ভিউ কি ।
৩) যে তিনটি স্টাইক প্রাইসে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট সেটা লক্ষ্যে রাখতে হবে ।
৪) একটি স্টাইক প্রাইসে দুইবার ওপেন ইন্টারেস্ট বেশি মানে , প্রথমবার কেনার জন্য দ্বিতীয়বার শর্ট করার জন্য ।
৫) অনেক সময় স্টাইক প্রাইস উপরে কিংবা নীচে যাচ্ছে কিন্ত IV তেমন পরিবর্তন হছে না , কারন Big player সক্রিয় থাকলে IV তেমন পরিবর্তন হয় না ।
আরো পড়ুন অপশন চেইন বেসিক
৬) Retail Investor সক্রিয় থাকলে IV পরিবর্তন হয় ।
৭) IV এবং ভলিউমের সম্পর্ক দেখতে হবে ।
৮) খুচরো বিনিয়োগকারীদের বিপরীতে মার্কেট যায় ।
৯) আইভি কম , ভলিউম কম, ওপেন ইন্টারেস্ট বেশি সেখানে রিটেল ইনভেস্টরা সক্রিয় ।
১০) Long/short পজিশন তৈরি হলে Premium decay incress করে ।
১১) Long/short পজিশন ক্লোজ হলে প্রিমিয়াম decay কম হয় ।
১২) Big player সক্রিয় থাকলে ডিমান্ড জোন , তখন প্রিমিয়াম কম হয় ।
১৩) Big player সাপ্লাই জোনে থাকলে প্রিমিয়াম বেশি ।
১৪) কল এবং পুট দুই সাইডে পজিশন কম হলে প্রিমিয়াম কম হয় ।
১৫)কল এবং পুট দুই সাইডে পজিশন কম তাহলে বুঝতে হবে, Bullish position কে ক্লোজ করে দিচ্ছে ।মার্কেট নীচে যাবে ।
১৫) পজিশন ক্লোজ হলে দুই দিকে প্রিমিয়াম বেশি দেখাবে কারন দুই দিকে ক্লোজ হচ্ছে ।
১৬) মার্কেট ট্রেন্ডে থাকলে IV বিশ্বাসযোগ্য ।
১৭) IV ,Volume এর সাথে দেখতে হবে ।দুইয়ের মধ্যে সম্পর্ক আছে ।
১৮) পুট এবং কল সাইডে IV বাড়লে বা কমলে মার্কেট reverse হওয়ার সম্ভাবনা ।
১৯) প্রিমিয়াম decay দুই দিকে কম বা বেশি । IV দুই দিকে কম বা বেশি তাহলে বুঝতে হবে মার্কেট reverse পয়েন্টের কাছাকাছি ।
২০) অপশন চেইন অ্যানালাইসিস করতে হলে প্রথম দিন থেকেই নজর দিতে হবে ।
২১) Reversal point ATM এ বোঝা যায় । এখানে activity বেশি হয়ে যায় ।
২২) Fresh position ATM এ হওয়া শুরু হয় ।
২৩) ATM Reversal point খুঁজতে সাহায্য করে ।
২৪) ফ্রেশ পজিশন এটিএমে ভলিউম হাই কিংবা লো হতে পারে । কিন্তু OI বেশি ।
২৫) CALL সাইডে লং পজিশন হলে প্রাইস উপরে যাবে ।CALL সাইডে শর্ট পজিশন হলে প্রাইস নীচে যাবে ।
২৬) PUT সাইডে লং পজিশন হলে প্রাইস নীচে যাবে ।PUT সাইডে শর্ট পজিশন হলে প্রাইস উপরে যাবে ।
২৭) PUT & CALL ratio ১ এর বেশি হলে মার্কেট উপরে যাবে, ১ এর কম হলে মার্কেট নীচে যাবে ।
২৮) PUT সাইডে প্রিমিয়াম বেশি হলে ডাউনট্রেন্ড, কল সাইডে প্রিমিয়াম কম হলে ডাউনট্রেন্ড ।
২৯) পুটে যে স্ট্রাইক প্রাইসে ওপেন ইন্টারেস্ট বেশি, সেই স্ট্রাইক প্রাইস সাপোর্ট লেভেলের কাজ করে ।
৩০) কলে যে স্ট্রাইক প্রাইসে ওপেন ইন্টারেস্ট বেশি , ওই স্ট্রাইক প্রাইস রেজিস্টেন্সের কাজ করে ।
আজকের আর্টিকেল আমি আপনাদের সাথে অপশন চেইনের ৩০ টি নিয়ম সম্পর্কে আলোচনা করলাম যা আপনাদের ট্রেড করতে অনেক সাহায্য করবে ।
আজকের আর্টিকেলটি পড়ে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন। অপশন চেইন সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান।
আরো পড়ুন –
কীভাবে শেয়ার ব্যাবসায় লাভবান হবেন ? আমার মতে সেরা 30টি বিনিয়োগ পরামর্শ ।
শেয়ার বাজারে 7 টি বৃহত্তম ভুল যা সহজে আপনি এড়াতে পারবেন
Angel One অ্যাপের সাহায্য বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন, পাবেন ছাড়
Disclaimer: আজকের ব্লগটিতে যে সমস্ত উদাহরন ব্যাবহার করা হয়েছে সমস্তটাই শিক্ষামূলক উদ্দেশ্য এবং পাঠকের তথ্যের জন্য ।বিনিয়োগের পূর্বে অবশ্যই আপনার আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করে তবেই বিনিয়োগ করুন ।
আরো পড়ুন
শিশুদের হাতের লেখা সুন্দর কিভাবে হবে ?
কিভাবে শিশুদের প্রতি বিজ্ঞানের ঝোঁক বাঁড়াবেন ?
কিভাবে শিশুদের মেমরি ভালো হবে ?
Hi, I’m Pritam Saha. I have a passion for stocks and have spent my last 6+ years learning about the stock market. My Blog focuses on idea & concepts that improve the skills of the investor to manage their own money.