একটি গাড়ী থাকা আমাদের প্রায় প্রত্যেক মধ্যবিত্ত বাঙালিরই স্বপ্ন। আর একটি সঠিক গাড়ীর লোন আপনার এই স্বপ্ন পূরণে হাত বাড়িয়ে দিতে পারে। শুধুমাত্র যাতায়াতের সুবিধার জন্যই কি গাড়ীর প্রয়োজন? না, আসলে এটি যে কোন মানুষের সম্পত্তিতে একটি স্থায়ী সম্পদ হিসেবেও কাজ করে। তবে গাড়ী যে শুধুই বিলাসিতার চিহ্ন মাত্র তা কিন্তু নয়। বর্তমানে গাড়ী আসলেই একটি প্রয়োজনীয়তা হয়ে দেখা দিয়েছে। অনেকেই আছেন যাদের পেশার প্রয়োজনে রোজ বাড়ি থেকে দীর্ঘ দুরত্ব অতিক্রম করতে হয়। এসব ক্ষেত্রে নিজস্ব গাড়ী থাকা রোজকার যাতায়াতকে যেমন সহজ করে তেমনই অনেক বেশি সময় সাশ্রয় করে।
আর আপনার স্বপ্নের গাড়ী কেনা এখন আর কঠিন ব্যাপার নয়। সঠিক গাড়ী লোনের সাহায্যে আপনি নিজের গাড়ী কেনার স্বপ্ন খুব সহজেই পূরণ করতে পারেন।
একটি গাড়ীর লোন বেঁছে নেওয়ার আগে কোন বিষয়গুলি আপনাকে মাথায় রাখতে হবে
আপনার পছন্দের গাড়ীর মডেলটির জন্য উপযুক্ত লোন বেঁছে নিতে আপনি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের সাহায্যও নিতে পারেন। তারা আপনাকে সেরা গাড়ীর লোন বেঁছে নিতে সাহায্য করতে পারে।
ভারতে গাড়ীর লোন পেতে হলে নিচের এই কয়েকটি বিষয় আপনাকে বিবেচনা করতে হবে।
- সুদের হার এবং অন্যান্য চার্জ
আপনি যখন গাড়ী কেনার জন্য ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার পরিকল্পনা করছেন, তখন আপনাকে সমস্ত বিষয় ভালো ভাবে জেনে নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। যেমন ধরুন লোন মঞ্জুর করার জন্য কি কি পদ্ধতি রয়েছে, লোনের উপর প্রযোজ্য সুদের হার কত, সুদ ছাড়া আর কি কি অতিরিক্ত চার্জ রয়েছে ইত্যাদি। চুক্তিতে সই করার পূর্বে এই সমস্ত বিষয়গুলি ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন।
- লোনের শর্তাবলী
আপনার সাধের গাড়ীটি নিজের করে নিতে আপনি গাড়ী লোন নেবেন মনে করছেন। এই জন্য আপনি কোন ব্যঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন। ব্যাঙ্ক হোক বা আর্থিক প্রতিষ্ঠান, লোন নেওয়ার আগে তাদের সমস্ত শর্তাবলী খুঁটিয়ে পড়ে নিন। এজন্য আপনি অনলাইনে বা সরাসরিও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
- ক্রেডিট স্কোর
গাড়ী লোণ নেওয়ার পূর্বে আপনাকে সুনিশ্চিত করতে হবে যে আপনার একটি উচ্চ ক্রেডিট স্কোর রয়েছে। আপনার ক্রেডিট রেকর্ডে যেন কোন রকম ঋণের খেলাপি না থাকে সেদিকে খেয়াল রাখুন। নয়তো ব্যাঙ্ক আপনাকে ঋণ দিতে রাজি হবে না। সুতরাং ঋণ পেতে হলে আপনার একটি ভালো ক্রেডিট স্কোর থাকা একান্ত প্রয়োজন।
আরো পড়ুন – শেয়ার বাজারে টাকা হারানো লোকের সংখ্যা প্রায় ৯০ শতাংশ। কিন্তু কেন?
ভারতে উপলব্ধ সেরা ৫টি গাড়ীর লোন
- SBI গাড়ি লোন
বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে SBI অন্যতম একটি। SBI লোন আপনার গাড়ির রোড প্রাইসের 85 শতাংশ পর্যন্ত ফিন্যান্স করতে পারে। আর এখানে অব চাইতে বড় সুবিধা হল SBI গাড়ি লোনের কোন প্রসেসিং চার্জ নেই। এছাড়া SBI প্রি ক্লোজারের জন্য কোন বাড়তি চার্জও করে না। SBI গাড়ি লোনের কী ফিচার গুলি এখানে দেখে নিতে পারেন।
- যোগ্যতা- ২১ বছর থেকে ৬০ বছর বয়সের যে কোন ব্যক্তি গাড়ি লোনের জন্য আবেদন করতে পারেন।
- ইন্টারেস্ট রেট- ৯.২৫% (পরিবর্তনশীল)
- প্রি ক্লোজার চার্জ- nil
- লোন টার্ম- ৭ বছর
- সর্বোচ্চ লোনের এমাউন্ট- গাড়ির অন রোড প্রাইসের ৮৫ শতাংশ
একদম বিনামূল্যে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন
- HDFC Bank গাড়ী লোন
প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম নামজাদা একটি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্ক। এখানে অন্যান্য অনেক পরিসেবা সহ গাড়ী লোনের সুবিধাও উপলব্ধ রয়েছে। HDFC ব্যাঙ্কের একটি বড় সুবিধা হল এখানে ন্যুনতম ইন্টারেস্ট রেটে আপনি গাড়ীর লোন পেতে পারেন। এছাড়া খুব কম ডকুমেন্টেশন এখানে প্রয়োজন হয়।
- যোগ্যতা- ২১ থেকে ৬০ বছরের যে কেউ আবেদন যোগ্য
- ইন্টারেস্ট রেট- ৯ – ১০.২৫%
- প্রিক্লোজার চার্জ- nil after 2 years
- লোন টার্ম- ৭ বছর
- সর্বোচ্চ এমাউন্ট- শোরুম প্রাইসের ১০০% পর্যন্ত
- Axis Bank গাড়ী লোন
যদিও উপরের দুটি ব্যাঙ্ক অপেক্ষা Axis ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট বেশি, তবে অন্যান্য ব্যাঙ্কের তুলনায় এই ব্যাঙ্কের প্রসেসিং এর সময় অনেক কম। এখানে আপনি মোটামুটি ৯৫% ফিনান্স পেতে পারেন।
- যোগ্যতা- ২১ থেকে ৭০ বছর (at loan maturity)
- ইন্টারেস্ট রেট- ৯.০৫ – ১১.৩%
- প্রিক্লোজার চার্জ- ৫% (of principal outstanding)
- লোন টার্ম- ৭ বছর
- প্রসেসিং ফী- ৩৫০০ থেকে ৫৫০০
- ডকুমেন্টেশন চার্জ- ৩০০
- সর্বোচ্চ এমাউন্ট- এক্স শোরুম প্রাইসের ৯৫% পর্যন্ত
- ICICI Bank গাড়ী লোন
প্রাইভেট ব্যাঙ্কগুলির মধ্যে প্রথম সারির একটি ব্যাঙ্ক ICICI ব্যাঙ্ক, যেখানে আপনি নতুন গাড়ীর পাশাপাশি পুরনো গাড়ী কেনার ক্ষেত্রেও লোন পেতে পারেন। এখানে লোন রিপেমেন্টের টার্ম অনেক ফ্লেক্সিবল যা আপনার জন্য একটি বড় সুবিধা হতে পারে।এর গুরুত্বপূর্ণ ফিচারগুলি-
- যোগ্যতা- ২৩ থেকে ৭০ বছর
- ইন্টারেস্ট রেট- ১২.৮৫%(৩ বছর পর্যন্ত) ৯.৩%(৩ থেকে ৭ বছর পর্যন্ত)
- প্রিক্লোজার চার্জ- ৫% (of principal outstanding)
- লোন টার্ম- ৭ বছর
- প্রসেসিং ফী- ৩৫০০ থেকে ৫৫০০
- ডকুমেন্টেশন চার্জ- ৩০০
- সর্বোচ্চ এমাউন্ট- এক্স শোরুম প্রাইসের ৯৫% পর্যন্ত
- PNB Bank গাড়ী লোন
প্রায় সব রকম গাড়ীর জন্য এখানে আপনি লোন পেতে পারেন। যেমন- জীপ, ভ্যান, স্পোর্টস কার ইত্যাদি। এখানে ক্রেডিট স্কোরের ভিত্তিতে ইন্টারেস্ট রেটে বিশেষ সুবিধা আপনি পেতে পারেন।
- যোগ্যতা- ন্যুনতম মাসিক ২০০০০ টাকা আয়ের যে কোন ব্যাক্তি
- ইন্টারেস্ট রেট- ক্রেডিট স্কোরের ভিত্তিতে নির্ধারিত
- প্রিক্লোজার চার্জ- nil
- লোন টার্ম- ৭ বছর
- প্রসেসিং ফী- লোন এমাউন্টের ১%
- ডকুমেন্টেশন চার্জ- লোন এমাউন্টের ১%
- সর্বোচ্চ এমাউন্ট- এক্স শোরুম প্রাইসের ৮৫% পর্যন্ত ।
আরো পড়ুন –
শেয়ার মার্কেট সম্পর্কে ভ্রান্ত কয়েকটি ধারণা । আপনিও কী এইসব ভাবছেন ?
জানেন কি বাচ্চাদেরও আর্থিক সাক্ষরতার প্রয়োজন রয়েছে।দেখে নিন কিভাবে শেখাবেন এই পাঠ?
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাইছেন । এই 10 টি ভুল সম্পর্কে এক্ষনি সচেতন হওয়া জরুরী
Hi, I’m Pritam Saha. I have a passion for stocks and have spent my last 6+ years learning about the stock market. My Blog focuses on idea & concepts that improve the skills of the investor to manage their own money.