You are currently viewing Overnight Mutual Fund কাকে বলে ? কাদের এই ফান্ডে বিনিয়োগ করা উচিত ।

Overnight Mutual Fund কাকে বলে ? কাদের এই ফান্ডে বিনিয়োগ করা উচিত ।

Overnight Mutual Fund একটি স্বল্পমেয়াদী বিনিয়োগ তহবিল । যা একদিনে ম্যাচুরিটি হয়ে যায় ।সমস্ত Mutual Fund এর মধ্যে এটি সবচেয়ে সুরক্ষিত বিনিয়োগ মাধ্যম ।

 

Overnight Mutual Fund কী ?

Overnight Mutual Fund অতি স্বল্প মেয়াদি তহবিল যা ঋণ ভিত্তিক বিনিয়োগ সম্পদ বা মানি মার্কেট থেকে এক দিনের লাভ্যাংশ থেকে রিটার্ন সংগ্রহ করে ।

বিনিয়োগকারীরা বিনিয়োগের ২৪ ঘণ্টা পরেই Overnight Mutual Fund এ বিনিয়োগ করা অর্থ তুলে নিতে পারেন । এটি অন্যান্য Debt Mutual Fund এর থেকে বেশি লিকুই্যডিটি থাকে ।

Overnight Mutual Fund এর বৈশিষ্ট্য

সমস্ত মিউচুয়াল ফান্ড গুলোর মধ্যে ওভারনাইট মিউচুয়াল ফান্ড একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম।

যেকোন সিদ্ধান্ত নেওয়ার আগে, নিন্মলিখিত বৈশিষ্ট্যগুলো বিবেচনা করা উচিতঃ

কম ঝুঁকির সাথে কম রিটার্ন আসে।ওভারনাইট মিউচুয়াল ফান্ড থেকে আপনার মূলধনের প্রচুর রিটার্ন আশা করতে পারবেন না ।

 

বিনিয়োগকারীরা তাদের পরিশ্রমের অর্থ ওভারনাইট মিউচুয়াল ফান্ডে রাখার আগে সেই ফান্ড সম্পর্কে সঠিক গবেষনা এবং সেই ফান্ড সম্পর্কে বিশ্লেষন করার পরই সিদ্ধান্ত নেওয়া উচিত ।

 

ওভারনাইট মিউচুয়াল ফান্ড , ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের মতন লিকু্ইডিটি থাকে । আপনি চাইলে যেকোন সময় আপনার জমাকৃত অর্থের ব্যাবহার করতে পারবেন ।

 

আপনার বিনিয়োগের সময়সীমা যদি একমাস কিংবা তার কম হয় তাহলে আপনি ওভারনাইট মিউচুয়াল ফান্ড বিনিয়োগের জন্য বাছতে পারেন ।

 

আপনার বিনিয়োগের সময়সীমা যদি একমাসের বেশি কিংবা এক বছরের কম হয় তাহলে আপনি বিনিয়োগের জন্য অন্যান্য ওপেন এন্ড (Open ended) ফান্ডও বেছে নিতে পারেন ।

আরো পড়ুন মিউচুয়াল ফান্ড কী ? কীভাবে বিনিয়োগ করবেন জেনে নিন সমস্ত খুঁটিনাটি 

 

Overnight Mutual Fund কিভাবে কাজ করে ?

Overnight Mutual Fund কিভাবে কাজ করে তা বোঝার আগে , আপনাকে প্রথমে বুঝতে হবে তারা কোন বিনিয়োগ পণ্যগুলিতে বিনিয়োগ করে , সেই পণ্যগুলি নিন্মরুপঃ

Overnight Mutual Fund দ্বারা বরাদ্দকৃত বিনিয়োগ পণ্যগুলি হলঃ Collateralized Borrowing & Lending Obligation (CBLO) , Overnight reverse repo rates , certificate of deposit , commercial paper এবং Money market যা নির্দিষ্ট রিটার্ন দেয় । একটি ওভারনাইট ফান্ডের পোর্টফলিও হোল্ডিং প্রতি রাতে পরিবর্তন হয় ।

এছাড়া ওভারনাইট মিউচুয়াল ফান্ডের প্রধান বৈশিষ্ট্য হল ঝুঁকিপূর্ণ debt পণ্যগুলিতে বিনিয়োগ না করা ।

 

ওভারনাইট মিউচুয়াল ফান্ডগুলো  একদিনের হোল্ডিংয়ের থেকে সুদ নিয়ে ফান্ড উপার্জন করে ।

 

তাছাডা, যখন বাজারে লিকুইডিটি বেশি থাকে , তখন সুদের হার কমে যায় এবং বিনিয়োগকারীরা কম আয় করে। বিপরীতভাবে , যখন বাজারে লিকুইডিটি বেশি থাকে, তখন সাধারণত সুদেরহার বাড়িয়ে দেয় এবং ওভারনাইট ফাণ্ডে বিনিয়োগকারীদের আরো ভালো রিটার্ন দিতে শুরু করে ।

আরো পড়ুন NPS(National Pension System) কী? জেনে নিন পেনশন পাবার নিয়ম ও যোগ্যতা ।

 

Overnight Mutual Fund কার বিনিয়োগ করা উচিত ?

যেসব বিনিয়োগকারী কম ঝুঁকি নিতে চান তারাই এই ফান্ডে বিনিয়োগ করে কারন এটি অন্যান্য আর্থিক উপকরনের তুলনায় নিরাপদ বলে বিবেচিত হয় ।

 

তবে শুধুমাত্র রিটেল বিনিয়োগকারীরাই নয় । HNI তাদের অতিরিক্ত তহবিল এই ফান্ডে রাখেন যতক্ষণ না তারা একটি ভালো বিনিয়োগের সুযোগ পায় ।

ওভারনাইট  ফান্ডে বিনিয়োগ করার কারন হল নিরাপত্তা ।

 

আরো পড়ুন ELSS ফান্ড কী এবং ELSS ফান্ডে বিনিয়োগ করার কি কি সুবিধা আছে?

 

ওভারনাইট ফান্ডে একজন বিনিয়োগকারী  হিসাবে আপনার কী কী জানা উচিত ?

ওভারনাইট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে আপনাকে এই প্রয়োজনীয় জিনিসগুলি জানতে হবেঃ

ওভারনাইট মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও প্রতি পনেরো দিন\ অথবা ট্রেডিং সেশনের পরের দিন পরিবর্তন করে ।

ওভারনাইট মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজারের তরলতা এবং সুদের হারের উপর নির্ভর করে ।

এই ফান্ডের মুল নিয়ম হল সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ Debt ফান্ডে বিনিয়োগ করা । এরফলে বিনিয়োগকারীদের মূলধন নিরাপদ থাকে এবং কোন ডিফল্ট কিংবা সুদের ঝুঁকি নেই ।

 

ওভারনাইট মিউচুয়াল ফান্ডের ব্যয়ের অনুপাত (expense ratio) সাধারণত ১% এর কম হয় কারন ফান্ডগুলি নিস্ক্রিয়ভাবে পরিচালিত হয় ।

 

ওভারনাইট মিউচুয়াল ফান্ডের করযোগ্যতা

ওভারনাইট মিউচুয়াল ফান্ডের কর নীতি একটি ডেবট ফান্ডের অনুরুপ । ওভারনাইট মিউচুয়াল ফান্ড থেকে যা আয় করে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী লাভ্যাংশ আয়  করযোগ্য ।

 

আরো পড়ুন PPF (পাবলিক প্রভিডেন্ট ফান্ড) কী?পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে জেনে নিন গুরুত্বপুর্ন তথ্য

 

রাতারাতি মিউচুয়াল ফান্ডের সুবিধা

রাতারাতি মিউচুয়াল ফান্ডের কিছু  উল্লেখযোগ্য সুবিধা হলঃ

 

ঝুঁকি কমঃ

ওভারনাইট মিউচুয়াল ফান্ডগুলি সমস্ত মিউচুয়াল ফান্ডগুলির মধ্যে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ কারন ফান্ড হাউসগুলি কম ঝুঁকিপূর্ণ ডেবট ফান্ডগুলিতে বিনিয়োগ করতে হয় ।এছাড়া সুদ পরিশোধে খেলাপি হওয়ার সম্ভবনা অসম্ভব ।

 

বাজারের অস্থিরতা থেকে বাঁচায়ঃ

অন্যান্য সমস্ত বাজার অত্যন্ত অস্থিতিশীল, বিশেষ করে ইক্যুইটি বাজার। অতএব অস্থিতিশীল বাজারে ঝুঁকি এক্সপোজার বেশি। এছাড়াও উল্লেখযোগ্য সুবিধা হল বিনিয়োগের সময়সীমা ।

এটি বিনিয়োগকারীদের মূলধন হারানো থেকে বাঁচায় । কেন্দ্রীয় বাঙ্কের সুদের হার কোন পরিবর্তন করলেও রাতারাতি তহবিল কোন  পরিবর্তন করে না ।

 

সহজ প্রবেশ এবং প্রস্থানঃ 

ওভারনাইট মিউচুয়াল ফান্ডে কোন প্রবেশ এবং প্রস্থান লোড নেই ।বিনিয়োগকারীরা কোন রকম ফ্রী ছাড়াই একদিনের মধ্যে পুরো অর্থ তুলে নিতে পারেন ।

 

কম খরচঃ

ওভারনাইট মিউচুয়াল ফান্ডের ব্যয়ের অনুপাত কম কারন  এটি নিস্ক্রিয়ভাবে পরিচালিত হয় ।অতএব বিনিয়োগ খরচ খুবই কম ।

মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ভারতে বিনিয়োগে সত্যি বিপ্লব ঘটিয়েছে, বিশেষ করে খুচরোবিনিয়োগকারিদের জন্য।প্রতিটি বিনিয়োগকারীর বিনিয়োগশৈলীর উপর নির্ভর করে আলাদা আলাদা ফান্ড  তৈরি করা হয়েছে ।

অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায় এটি সবচেয়ে আকর্ষণীয় কারন এটি ২৪ ঘন্টার মধ্যে ম্যাচুরিটি হয়ে যায় ।এই ফান্ডের ঝুঁকি প্রায় নেই বললেই চলে ।

ওভারনাইট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পূর্বে অবশ্যই সেই ফান্ড সম্পর্কে পুঙ্খনাপুখভাবে গবেষনা করার পরেই বিনিয়োগ করুন ।

This Post Has One Comment

Leave a Reply