You are currently viewing Peter Lynch : সাফ্যেলের মন্ত্র

Peter Lynch : সাফ্যেলের মন্ত্র

অনেক বড় বড় বিনিয়োগকারী আছেন কিন্ত খুব কম বিনিয়োগকারীর Peter Lynch এর মতো রেকর্ড রয়েছে । তিনি ১৯৭৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ফিডিলিটি ম্যাগেলান কোম্পানির ফান্ড পরিচালনা করেন ।সেই সময় তিনি মার্কেটগুলিকে বিপুল ব্যাবধানে বিট করেন, কারন তিনি ১৩ বছরে মধ্যে S&P500 কে পেছনে ফেলে দিয়েছিলেন, এই সময়কালে বার্ষিক রিটার্ন ছিল ২৯.২% যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেস্ট প্যারফরমান্স ফান্ডে রুপান্তরিত হয় ।

Peter Lynch যখন ১৯৭৭ সালে ফিডিলিটি ম্যাগেলান কোম্পানিতে ফান্ড ম্যানেজারের দায়িত্ব নেয় তখন যারা ১ হাজার মার্কিন ডলার রেখেছিল সেই হিসাবে ১৯৯০ সালে যখন তিনি  অবসর নেয় তার মূল্য হয় ২৮,০০০ মার্কিন ডলার ।

Peter Lynch এর মতে, শেয়ার বাজারে থেকে যেকোনো কেও সফল বিনিয়োগকারী হতে পারে , তার জন্য দরকার একটু গবেষনা, ধৈর্য । পিটার বিশ্বাস করেন যে খুচরো বিনিয়োগকারীরা ওয়াল স্ট্রিটের পেশাদারের থেকে ভালো প্যারফরমান্স করার সুযোগ থাকে কারন তারা বাজারের সাথে পরিচিতি ।

এই ব্লগে তার বিভিন্ন বই থেকে এখনকার উপযোগী কিছু পরামর্শ আপনাদের সাথে শেয়ার করবো । আশাকরি আলোচিত পরামর্শগুলো  আপনাদের বিনিয়োগ আরও ভালো করতে সাহায্য করবে ।

 

Peter Lynch : সাফ্যেলের মন্ত্র

Peter Lynch সর্বকালের সেরা একজন বিনিয়োগকারী । তিনি যেমন একজন বিনিয়োগকারী হিসাবে সফল ঠিক তেমনি একজন সফল লেখক । আজ আমরা তার বিভিন্ন বইগুলি থেকে বর্তমান উপযোগী কিছু নিয়ম সম্পর্কে  আলোচনা করবো যা আপনাদের বিনিয়োগে আরো দক্ষতা আনবে।

১) শেয়ার বাজারে স্টক প্রাইস সবচেয়ে কম গুরত্বপুর্ন জিনিস।কিন্ত এটি সবচেয়ে বেশি ট্র্যাক করা হয় ।

 

২) কখনই হোমওয়াক   ছাড়া কোন স্টকে বিনিয়োগ করবেন না ।বিনিয়োগ করুন কোম্পানির আর্থিক অবস্থা, আয়ের ধরন , প্রতিযোগিতামূলক অবস্থান, সম্পসারনের পরিকল্পনা ইত্যাদি দেখে ।

 

৩)আপনি সেই স্টক থেকেই ইনকাম করতে পারবেন, যেই কোম্পানির ব্যাবসা সম্পর্কে আপনি জানতে পারবে্ন ।

 

৪) বিনিয়োগ একটি শিল্প, বিজ্ঞান নয় ।

 

৫)আমরা একটি বাড়ি কেনার সময় এবং ফ্রিজ কেনার সময় কতরকম রিসার্চ করার পরই তারপর কিনি কিন্ত শেয়ার কেনার সময় তা কোনভাবেই মেনে চলি না ।

 

৬) কোম্পানির নাম দেখে নয় , ব্যাবসা দেখে কিনুন ।টিভি খুলেলেই অনেক কোম্পানির নাম জানবেন, সেইসব দেখে কখনই বিনিয়োগ করবেন না , কোম্পানির ব্যাবসা সম্পর্কে জানার চেষ্টা করুন ।

 

৭) শেয়ার বাজারে বিনিয়োগের করার জন্য কোন যোগ্যতা প্রয়োজন হয় না ,যেকোন সাধারন মানুষ বিনিয়োগ করতে পারে ।

 

৮) নিজের রিসার্চ নিজেই করুন । কখনই অন্যের বলা স্টকে বিনিয়োগ করবেন না যতক্ষননা পর্যন্ত সেই ব্যাবসা সম্পর্কে আপনি কিছু জানছেন ।

 

৯) কোন কোম্পানি  কেনার আগে তার প্রকৃতি সম্পর্কে বোঝার চেষ্টা করুন এবং সেই কোম্পানিটি কেনার নির্দিষ্ট কারন ঠিক করেন ।

 

১০) বড় কোম্পানি ধীরে ধীরে এগোয় , ছোট কোম্পানি দ্রুত এগোয় ।

 

১১) সপ্তাহে অন্তত ১ ঘন্টা রিসার্চের জন্য সময় দেওয়া উচিত ।

 

১২)Peter Lynch মতে আমাদের সেরা বিনিয়োগ টুল হল চোখ , কান  এবং সাধারন জ্ঞান ।

 

১৩) আপনি যে প্রোডাক্ট সম্পর্কে ওয়াকিবহল , সেখানেই বিনিয়োগ করুন ।

 

১৪) সরাসরি স্টক মার্কেটে ইনভেস্ট না করতে চাইলে , বিকল্প হিসাবে মিউচুয়াল ফান্ড, ইটিএফ এবং ইনডেক্স ফান্ডের কথা বলেন ।

 

১৫) আপনার পোর্টফলিওতে যেসব স্টক রয়েছে , সেই কোম্পানিগুলো কিছু মাস পর পর  তাদের ভ্যালু চেক করুন, তাদের ব্যালেন্স শিট , কোয়ান্টারলি রেজাল্ট এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করুন ।

 

১৬) ইনসাইডাররা কোম্পানির আবার স্টক কিনলে সেটি খুব ভালো লক্ষণ । আপনিও সেই কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন ।

 

১৭) হট ইন্ডাস্ট্রির  হট স্টক থেকে সব সময় দূরে থাকবেন ।

 

১৮) কোম্পানির উন্নতির পেছনে কারন কি অনুসন্ধান করবেন ।

 

১৯) আপনি যদি ১/২ বছরের লক্ষ্য নিয়ে শেয়ারে বিনিয়োগ করতে চাইছেন, তাহলে আপনাকে বিনিয়োগ না করাই ভালো ।

 

২০) আপনার বাড়িতে ব্যবহৃত জিনিসগুলো থেকেই আপনার পছন্দের স্টক নির্বাচন করুন ।

 

২১) টিপসের উপর নির্ভর করে কখনও স্টক কিনবেন না ।

 

২২) কোম্পানির ডিভিডেন্ড রেকর্ড দেখুন এবং গত মন্দার সময় কিভাবে কোম্পানি উপার্জন করছে ।

আরো পড়ুন শেয়ার বাজার সম্পর্কে তথ্য 

উপসংহারঃ

Peter Lynch এর বইগুলি যেমন- One up wall street, Learn to earn , Beat the market বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত বইগুলোর মধ্যে কয়েকটি।

বিনিয়োগকারীরা Peter Lynch এর পরামর্শকে গুরুত্বের সাথে নিতে পারেন এবং উচ্চ আয় করতে পারবেন ।

যাইহোক আপনারা  এই লেখাটি যদি পুরো মন দিয়ে পড়ে থাকেন আশা করি Peter Lynch এর বিনিয়োগ স্টাইল সম্পর্কে একটি সাধারন ধারনা পেয়ে যাবেন, যা আপনার বিনিয়োগকে সহজ করে তুলবে । যদি আজকের লেখটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দেবেন ।

 

সতর্কীকরণঃ আজকের ব্লগে যে সমস্ত উদাহরন ব্যাবহার করা হয়েছে কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য এবং পাঠকের তথ্যের জন্য ।বিনিয়োগ সম্পর্কিত কোন সিদ্ধান্ত নেওয়ার আগে দয়া করে আপনার আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন ।

This Post Has 2 Comments

Leave a Reply