শেয়ার বাজার সম্পর্কিত বিনামূল্যে বিভিন্ন বই কোথা থেকে ডাউনলোড করবেন এবং ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ফ্রী ওয়েবসাইট এবং শেয়ার বাজার সংক্রান্ত সমস্ত কিছু আজ আলোচনা করা হয়েছে ।
শেয়ার বাজার সম্পর্কিত প্রশ্নোওর
প্রশ্ন শেয়ার বাজার খোলা ও বন্ধের সময় ?
উত্তর সকাল ৯ঃ১৫ থেকে বিকাল ৩ঃ৩০ পর্যন্ত ।
প্রশ্ন শেয়ার বাজার সপ্তাহে কয়দিন খোলা থাকে ?
উত্তর সপ্তাহে পাঁচদিন , সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ।
প্রশ্ন শেয়ার বাজারে ব্রোকার কত প্রকার ?
উত্তর দুই প্রকার –
i) রেগুলার ব্রোকার
ii) ডিসকাউন্ট ব্রোকার
প্রশ্ন শেয়ার কেনাবাচায় কোন কোন অ্যাকাউন্ট খুলতে হয় ?
উত্তর Demat account এবং Trading account ।
প্রশ্ন শেয়ার কেনাবেচা কয় প্রকার হ্য় ?
উত্তর চার প্রকার –
i) Sculping Trading
ii) Intraday Trading
iii) Swing Trading
iv) Long term Trading ।
প্রশ্ন শেয়ার বাজারে ANALYSIS কয় প্রকার ?
উত্তর দুই প্রকার –
i) টেকনিক্যাল
ii) ফান্ডামেন্টাল
প্রশ্ন শেয়ার ব্যাবসায় কয়েকজন সফল বাক্তিতের নাম ?
উত্তর Benjamin Graham
Warren Buffet
Jess Livemore
Phil Phisher
Charle Munger
প্রশ্ন শেয়ার বাজার শুরু করার জন্য দুটি বিখ্যাত বইয়ের নাম ?
উত্তর Intelligent Investor
One up wall Street
প্রশ্ন MCAP আনুযায়ী শেয়ারগুলি কয়টি শ্রেনিতে বিভক্ত ?
উত্তর তিনটি শ্রেনিতে –
i) Large cap
ii) Mid cap
iii) small cap
প্রশ্ন NSE ও BSE পুরো অর্থ কি ?
উত্তর NSE – National stock exchange
BSE – Bombay stock exchange
প্রশ্ন AR এর পুরো অর্থ কি ?
উত্তর Annual Report
প্রশ্ন PE , EPS , P/B , ROE ,
ROCE এর পুরো অর্থ কি ?
উত্তর PE – Price earning ratio.
EPS – Earning per share
P/B – Price to book value
ROE – Return on equity
ROCE – Return on capital employmed
প্রশ্ন শেয়ারের Fundamental analysis করার জন্য ফ্রী ওয়েবসাইটের নাম কি ?
উত্তর screener.in
আরো পড়ুন প্রথম নিবেষক হিসাবে stock market এ stock কিভাবে নির্বাচন করবেন ?
প্রশ্ন Technical analysis করার জন্য ফ্রী ওয়েবসাইটের নাম কি ?
উত্তর Investing.com
প্রশ্ন শেয়ার বাজার সংক্রান্ত ফ্রীতে Book download করার ফ্রী সাইটের নাম ?
উত্তর Pdfdrive.com
প্রশ্ন FII কোন সেক্টরে বিনিয়োগ করছে সেই তথ্য জানার জন্য ফ্রী সাইটের নাম ?
উত্তর Fpi.nsdl.co.in
প্রশ্ন শেয়ার বাজার সম্পর্কিত কিছু গুরত্বপূর্ণ ওয়েবসাইটের নাম ?
উত্তর www.nseindia.com
প্রশ্ন ভ্যালু investing এর জন্য একটি ব্লগিং এর ওয়েবসাইটের নাম ?
উত্তর drvijaymalik.com
প্রশ্ন শেয়ার বাজার সম্পর্কিত কিছু ম্যাগাগিনের নাম ?
উত্তর wealth insight
capital market
outlook business
প্রশ্ন Bombay stock exchange কোথায় অবস্থিত ?
উত্তর মুম্বাই ।
প্রশ্ন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ?
উত্তর মুম্বাই ।
প্রশ্ন কতগুলো কোম্পানি নিয়ে sensex গঠন হয় ?
উত্তর ৩০ টি ।
প্রশ্ন কতগুলো কোম্পানি নিয়ে Nifty 50 গঠন হয় ?
উত্তর ৫০ টি ।
প্রশ্ন ব্রোকার ও সাব ব্রোকারদের রেজিস্ট্রেশন কে দেয় ?
উত্তর SEBI
প্রশ্ন F & O কি ?
উত্তর Future & Option
প্রশ্ন Intraday trading কাকে বলে ?
উত্তর দিনের শেয়ার দিনেই কেনাবেচা করার যে পদধতি , একেই intraday trading বলে ।
প্রশ্ন CAGR কি ?
উত্তর Compound annual growth rate .
প্রশ্ন NPA কি ?
উত্তর Non performing asset
প্রশ্ন IPO কি ?
উত্তর Initrial public offer
প্রশ্ন CMP কি ?
উত্তর Current market price
প্রশ্ন MCAP কি ?
উত্তর Market capitalisation
প্রশ্ন Technical Analysis করার জন্য কয়েকটি গুরত্বপূর্ণ Indicator এর নাম ?
উত্তর Stochastic RSI
EMA
MOVING AVERAGE
BOLLINGER BANDS
FIBONACCI RETRACEMENT
প্রশ্ন SWING TRADING করার জন্য কিছু গুরত্বপূর্ণ SETUP ?
উত্তর i) option chain analysis
ii) long term support & resistance
iii) fibonacci retracement
iv) henkin ashi
v) stochastic rsi
vi) divergence
vii) trendline
প্রশ্ন শেয়ার বাজারের খবরের জন্য ৫ টি গুরত্বপূর্ণ ওয়েবসাইটের নাম ?
উত্তর Google News
ETNOW NEWS
Investmentguruindia.com
Investing.com
Financial Times
প্রশ্ন কয়েকটি স্টক টিপস অ্যানাল্যাইসিস করার ওয়েবসাইটের নাম ?
উত্তর Dsij.in
প্রশ্ন CMP , MCAP , SSGR , MOS এদের পুরো অর্থ কি ?
উত্তর CMP – Current Market Price
MACAP – Market Capitalization
SSGR – Self Sustainble Growth Rate
MOS – Margi Of Safety
প্রশ্ন Annual Report পড়ার সময় কোন কোন বিষয়ের উপর অত্যাধিক গুরত্ব দেওয়া উচিত ?
উত্তর i) Balance Sheet
ii) Statement of Profit & Loss
iii) Cash Flow Statement
iv) Notes
v) Auditor Report
vi) Chairman Letter
vii) Financial Hightlight & Brands
viii) Financial Performance
ix) Management Discussion
প্রশ্ন EBIT পুরো অর্থ কি ?
উত্তর Earning Before Intarest & Tax
প্রশ্ন CAR , PAT , CG , COGS , GM , YOY , FCF , NPM , EY , DPR , OPM এদের পুরো অর্থ কি ?
উত্তর CAR – Capital Adequacy Ratio
PAT – Profit after Tax
CG – Corporate Goverance
COGS – Cost of Goods Sold
GM – Gross Margin
YOY – Year on Year
FCF – Free Cash Flow
NPM – Net Profit Margin
EY – Earning Yield
DPM – Dividend Payout Ratio
OPM – Operating Profit Margin
প্রশ্ন শেয়ার বাজার কয়টি অবস্থার মধ্যে দিয়ে সম্পূর্ণ হয় ?
উত্তর চারটি –
i) Accumulation
ii) Advancing
iii) Distribution
iv) decling.
Hi, I’m Pritam Saha. I have a passion for stocks and have spent my last 6+ years learning about the stock market. My Blog focuses on idea & concepts that improve the skills of the investor to manage their own money.