You are currently viewing মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট ২০২৩

মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট ২০২৩

মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট ৩১ মার্চ ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত উপলব্ধ । এই সার্টিফিকেট ৭.৫% সুদ দেবার কথা ঘোষনা করে ।

অবশেষে ভারত সরকার মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট ২০২৩ স্কিমের বিশদ বিজ্ঞপ্তি দিয়েছে । আসুন বৈশিষ্ট্য, যোগ্যতা এবং প্রযোজ্য সুদের হার দেখি-

আপনি হয়তো জানেন, ২০২৩ সালের বাজেট বক্তৃতার সময় , অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহিলাদের জন্য বিশেষ সঞ্চয় প্রকল্প ঘোষনা করেছিলেন। এই বিষয়ে সরকার ২০২৩ সালের ৩১ মার্চ গেজেট নোটিফিকেশন জারি করেন।

মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট ২০২৩ এর বৈশিষ্ট্য এবং যোগ্যতা

চলুন তাহলে জেনে নেই মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেটের যোগ্যতা ও বৈশিষ্ট্যগুলি-

কে মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট খুলতে পারে ?

মহিলা সন্মান সঞ্চয় অ্যাকাউন্টটি কোন মহিলা বা মেয়ে নিজের জন্য বা নাবালিকা মেয়ের পক্ষে অভিভাবক খুলতে পারেন । বিনিয়োগকারীদের ৩১ মার্চ ২০২৫ তারিখে বা তার আগে ফর্ম – ১ পূরন করতে হবে।

তাই স্কিমটি এখন পর্যন্ত ৩১ মার্চ ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত বিনিয়োগের জন্য উপলব্ধ ।

এই স্কিমে অ্যাকাউন্টটি একক (Individual) খুলতে হবে , যৌথ অ্যাকাউন্ট (Joint account) খুলতে পারবেন না ।

বিনিয়োগ শুরু করুন শেয়ার বাজারে – https://angel-one.onelink.me/Wjgr/139ovqs0

নূন্যতম এবং সর্বোচ্চ বিনিয়োগ কত ?

আপনি যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন । অ্যাকাউন্ট খোলার সংখ্যার কোন সীমা নেই। তবে একটি অ্যাকাউন্ট খোলার কমপক্ষে ৩ মাস পর আরেকটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন ।

নূন্যতম বিনিয়োগ করতে হবে ১০০০ টাকা যা ১০০ টাকার গুনে যেকোন পরিমাণ । বিনিয়োগের সর্বোচ্চ সীমা ২০০০০ টাকা ( দুই বছরের জন্য )।

এই স্কিমে অধীনে নির্ধারিত সর্বোচ্চ সীমা লঙ্ঘন না করেই কেও যত বেশি বিনিয়োগ করতে পারে ।

সঞ্চয় সেভিংস সার্টিফিকেট ২০২৩ অধীনে সুদের হার কত ?

এই স্কিমের অধীনে করা আমানত প্রতি বছর ৭.৫% হারে সুদ বহন করবে। তবে সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হওয়ায় সুদের হার হবে ৭.৭১% ।

আপনি যদি এই স্কিমের অধীনে নির্ধারিত নিয়ম এবং যোগ্যতা ভঙ্গ করে আমানত করেন , তাহলে আপনার আমানতের উপর প্রদেয় সুদ পোষ্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে ( যা বর্তমানে ৪ শতাংশ ) ।

মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট ২০২৩ এর মেয়াদ বা সময়সীমা

এই স্কিম শুরুর কার্যকর তারিখ হল ৩১ শে মার্চ ২০২৩ । জমা দেওয়ার মেয়াদ দুই বছর ।

জমা দেওয়ার তারিখ থেকে দুই বছর হলে আমানত ম্যাচুরিটি হবে এবং মেয়াদপূর্তিতে অ্যাকাউন্টস অফিসে জমা দেওয়া ফরম-২ একটি আবেদনের ভিত্তিতে অ্যাকাউন্ট ধারককে যোগ্য ব্যালেন্স প্রদান করা যেতে পারে ।

ম্যাচুরিটির মান গননা করার সময়, এক টাকার ভগ্নাংশের যেকোন পরিমাণকে নিকটতম রুপিতে বৃত্তাকার করা হবে এবং এই উদ্দেশ্য ৫০ পয়সা বা তার বেশি যেকোন পরিমাণকে ১ টাকা হিসাবে গণ্য করা হবে এবং ৫০ পয়সার কম যেকোন পরিমাণকে উপেক্ষা করা হবে ।

মহিলা সঞ্চয় শংসাপত্র ২০২৩ এর জন্য ম্যাচুরিটির পূর্বে টাকা তোলার নিয়ম

অ্যাকাউন্ট খোলার এক বছর মেয়াদ সম্পূর্ণ হলেই আপনি আপানার অ্যাকাউন্ট ব্যালেন্সের ৪০ % টাকা তুলতে পারবেন । তার জন্য আপনাকে আবেদন ফর্ম -৩ জমা করতে হবে ।

মহিলা সন্মান শংসাপত্র ২০২৩ অকাল প্রত্যাহারের নিয়ম

নিন্মলিখিত বিষয়গুলি ছাড়া মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না –

অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুতে ।

পোস্ট অফিস বা ব্যাংক নির্ধারণ করে যে অ্যাকাউন্ট পরিচালনার চরম সহনাভুতিশীল পরিস্থিতিতে, যেমন অ্যাকাউন্টধারীর জীবন হুমকিপূর্ন , অসুস্থতার জন্য চিকিৎসা সহায়তা বা অভিভাবকের মৃত্যের কারনে অ্যাকাউন্টধারীকে অযথা কষ্টের মধ্য ফেলেছে , তখন পুঙ্খানুপুঙ্খ ভাবে ডকুমেন্টেশন পড়ে, আদেশ দ্বারা এবং লিখিতভাবে নথিভুক্ত করার কারনে , অ্যাকাউন্টটিকে ম্যাচুরিটির পূর্বেই বন্ধ করার অনুমতি দিতে পারে ।

অ্যাকাউন্টটি সময়ের আগে বন্ধ করা হয় সেখানে মূল পরিমাণের উপর সুদ প্রদেয় হবে সেই হারে প্রযোজ্য যে স্কিমের জন্য অ্যাকাউন্টটি রাখা হয়েছে ।

মহিলা সন্মান সেভিংস সাটিফিকেট ২০২৩ অধীনে চার্জ

রসিদ – শারীরিক মোড – ৪০ টাকা

রসিদ – ই – মোড -৯ টাকা

পেমেন্ট- প্রতি ১০০ টাকা টার্নঅভারে ৬.৫ পয়সা ।

কোথায় খুলবেন মহিলা সন্মান সঞ্চয়পত্র ২০২৩ ?

আপনি পোস্ট অফিসের মাধ্যমে বা কোন অনুমোদিত ব্যাঙ্কের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন ।

মহিলা সন্মান সঞ্চয় শংসাপত্র ২০২৩ কর

এখন পযন্ত সরকার কোন কর সুবিধা উল্লেখ করেনি । অতএব, আপনি যখন এই স্কিমে বিনিয়োগ করবেন তখন আপনি কোন বিশেষ কর সুবিধা পাবেন না । এছাড়াও বর্তমান তথ্য অনুযায়ী মেয়াদপূর্তিতে কোন কর সুবিধা নেই । আপনার ট্যাক্সস্ল্যাব অনুযায়ী কর দিতে হবে ।

আমি নীচে ছকের দ্বারা সমস্ত বৈশিষ্ট ব্যাখ্যা করার চেষ্টা করছি –

যোগ্য সময়কাল ১লা এপ্রিল ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৫
কারা বিনিয়োগকারীমহিলা অথবা মেয়ে
নুন্যতম বিনিয়োগের পরিমাণ ১০০০টাকা
সর্বোচ্চ বিনিয়গের পরিমাণ ২০০০০০টাকা
সুদের হার৭.৫০%
চক্রবৃদ্ধির সময়সীমা ত্রৈমাসিক
কার্যকর হার ৭.৭১ শতাংশ
বিনিয়োগের সময়সীমা২ বছর
সর্বোচ্চ কতবার বিনিয়গের করতে পারবে অসংখ্য বার তবে একটিতে ২ লাখের বেশি নয় ।
মেয়াদপূর্তির পূর্বে টাকা ওঠানো যায় ? ৪০শতাংশ , এক বছর পূর্ণ হওয়ার পর ।
ট্যাক্স বেনিফিটবিনিয়োগ এবং ম্যাচুরিটির ওপর কোন ট্যাক্স বেনিফিট নেই ।
মেয়াদপূর্তি পূর্বে অ্যাকাউন্ট বন্ধ হয়? নিয়মাবলী পূরন হলেই সম্ভব ।
কোথায় আকাউন্ট খুলবেন ? সমস্ত পোস্ট অফিস অথবা অথোরাইজড ব্যাঙ্ক
মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট

আপনার কি মহিলা সন্মান সঞ্চয়পত্র ২০২৩ বিনিয়োগ করা উচিত ?

দুই বছরের জন্য কার্যকর সুদের হার ৭.৭১% যা অন্য যেকোনো নিরাপদ বিকল্পের তুলনায় একটু বেশি আকর্ষণীয় ।

উদাহরণস্বরূপ দুই বছরের ভারত সরকারের বন্ড ৭.১৩% এবং আপনি যদি দুই বছরের পোস্ট অফিসের মেয়াদি সুদের হার দেখেন ৬.৮%।

তাই যারা দুই বছরের স্বল্প সময়ের মধ্য এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে বিনিয়োগের জন্য বিকল্প খুঁজছেন তাদের জন্য তাদের জন্য এটি খুব ভাল বিনিয়োগ মাধ্যম হতে পারে ।

এই স্কিমে বিনিয়োগের জন্য বিদ্যমান বিনিয়োগগুলি ভাঙবেন না কারন ৩১ শে মার্চ ২০২৫ এর পরে সুদের হার কেমন তা জানানো হয়নি। তাই বেশি রিটার্ন লাভের জন্য সব টাকা এক জায়গায় বিনিয়োগ না করে দুই বছর পর যেই টাকা প্রয়োজন হবে সেটাই বিনিয়োগ করুন ।

লিকিউডিটি একটি উদ্বেগের বিষয়। আপনি যখন দুই বছরের FD করেন তখন আপনার যেকোন সময় টাকা তুলতে পারেন ( অবশ্য ০.২৫% জরিমানা সহ) । অন্যান্য FD থেকে এই স্কিমে টাকা সময়ের আগে তোলা একটু অসুবিধা হবে ।

এই স্কিমে বিনিয়গের জন্য কোন ট্যাক্স সুবিধা নেই এটি বিনিয়োগকারিদের জন্য একটু বাঁধাই । তবে যারা ট্যাক্সের আওতায় পড়ে না তারা প্রকল্পটি বেছে নিতে পারেন । যারা ট্যাক্স ব্যাকেটের আওতায় থাকে বা উচ্চ ট্যাক্স স্ল্যাবের মধ্য আছেন , আমার দৃষ্টিতে এই স্কিমটি তাদের কোন কাজে আসবে না ।

আরো পড়ুন –

প্রাইমারী মার্কেট কি ?

বেসিক অফ ইনকাম ট্যাক্স

ট্রেডিং অ্যাকাউন্ট কী?

ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করবেন ?

Leave a Reply