You are currently viewing Technical Indicator কী ? জনপ্রিয় 6 টি টেকনিক্যাল ইন্ডিকেটর সম্পর্কে জেনে নিন ।

Technical Indicator কী ? জনপ্রিয় 6 টি টেকনিক্যাল ইন্ডিকেটর সম্পর্কে জেনে নিন ।

Technical Indicator হল ট্রেডিং করার একটি টুল । যা আপনাকে ট্রেডিংয়ের জন্য কখন প্রবেশ করা উচিত, কখন বাহির হওয়া উচিত এবং কোথায় স্টপ লস দেওয়া উচিত তার দিক নির্দেশ করে ।Technical Indicator সম্পর্কে বিস্তারিত জানতে নীচের অ্যাটিক্যালটি পড়ুন ।

 

Technical Indicator কী ?

Technical Indicator এক ধরনের নির্দেশক , যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে তার আগাম দিক নির্দেশ করে ।যদি আপনার ট্রেড নেওয়ার পরিকল্পনা থাকে কিন্ত কখন প্রবেশ করা উচিত এবং কখন বের হওয়া উচিত সেই সম্পর্কে সুস্পষ্ট ধারনা নিতে সাহায্য করে টেকনিক্যাল ইন্ডিকেটর ।এছাড়া টেকনিক্যাল ইন্ডিকেটর বাজারের ট্রেন্ড বুঝতে সাহায্য করে ।

আজকের ব্লগে আমি আপনাদের সাথে কিছু জনপ্রিয় Technical Indicator সম্পর্কে আলোচনা করব যার সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি লাভজনক ট্রেড করতে পারবেন ।

Heikin Ashi :

এই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেন্ড চিহ্নিত করা যায় ।Heikin Ashi কিভাবে পড়বেন নিন্মে আলোচনা করা হল-

১) লং গ্রীন ক্যান্ডেল একসঙ্গে গঠন হবে , তার নীচে কোন shadow না থাকলে Bullish Trend ।

২) লং রেড ক্যান্ডেলের লোয়ার স্যাডো থাকলে Bearish Trend ।

৩) শর্ট ক্যান্ডেলের ওপর নীচ স্যাডো থাকলে consolidation Candle । এই সময় ট্রেন্ড রিভারশেল হওয়ার সম্ভাবনা তৈরি হয় ।

৪) ক্যান্ডেল ছোট হতে শুরু হলে upper trend দুর্বল হতে শুরু করছে ।

৫) বেয়ারিশ ট্রেন্ডের আপার স্যাডো গঠন হলে Bearish Trend দুর্বল হচ্ছে ।

আরো পড়ুন Technical Analysis কী ? জেনে নিন টেকনিক্যাল অ্যানালাইসিস করার বিভিন্ন প্রকার

Bollinger Bands

Bollinger Bands ইন্ডিকেটরের  সাহায্যে স্টকের volatility এবং স্টকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নির্ণয় করা যায় ।ব্রান্ড যত বড় হবে Volatility তত বেশি । ব্রান্ড যত ছোট হবে Volatility তত কম হবে ।

আপার লাইন টাচ করলে রেজিস্ট্যান্স এবং লোয়ার লাইন টাচ করলে সাপোর্ট ।প্রাইস সবসময় মাঝখানে চলে আসে ।

সাইডওয়ে মার্কেটের জন্য এই ইন্ডিকেটর উপযুক্ত ।

নীচের লাইন টার্চ করলে বাই (Buy) এবং উপরের লাইন টার্চ করলে সেল (Sell)

ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য ১৫ মিনিট চার্টে এবং সুইং ট্রেডিং করার জন্য ৪ঘন্টা কিংবা এক দিনের চার্টে আনালাইসিস করতে

হবে ।

অবশ্যই মনে রাখবেন Bollinger Bands এর সাথে  Moving Average একসাথে ব্যবহার করা যাবে না ।

MACD

এই Technical Indicator বিনিয়োগকারীদের  momentum নির্ণয় করতে  সাহায্য করে ।যখন MACD ‘০’  উপরে চলে যাবে তখন প্রাইস uptrend এবং MACD যখন ‘০’ নীচে চলে যাবে তখন Down trend প্রবেশ করে ।

এই ইন্ডিকেটর দুটি লাইন নিয়ে গঠিত, একটি MACD এবং অন্যটি Signal line । সেটি খুব ধীরে ধীরে পরিবর্তন হয় ।

যখন MACD , Signal line এর নীচে চলে যাবে তখন প্রাইস নীচের দিকে যাবে , যখন MACD , signal line এর উপরে যাবে , তখন প্রাইস উপরের দিকে যাবে ।

যদি ইন্ডিকেটর ‘০’ উপরে থাকে , তখন লক্ষ্য করুন MACD ক্রস করে signal line এর উপরে , তখন সেটি কেনার সংকেত ।

যদি ইন্ডিকেটর ‘০’ নীচে থাকে এবং MACD ক্রস করে signal line এর নীচে তখন সেল করার সংকেত দেয় ।

আরো পড়ুন যে ১০ টি বই সব বিনিয়োগকারীদের পড়া উচিত

ADX (Average Directional Index )

ADX এর সাহায্য ট্রেন্ড কতটা শক্তিশালী তা পরিমাপ করা হয় ।

ADX 40 এর উপরে থাকলে প্রাইসের একটি ট্রেন্ড আসে সে উপরে কিংবা নীচে যেকোন দিকে হতে পারে ।যখন ADX ইন্ডিকেটর ২০ নীচে থাকে তখন ট্রেন্ড দুর্বল হচ্ছে কিংবা নন ট্রেন্ডের দিকে যাচ্ছে ।

ADX হল মেইন ইন্ডিকেটর যার রং কালো । এছাড়া দুটো অতিরিক্ত লাইন থাকে সেগুলি হল DMI+ এবং DMI- , এই লাইনগুলোর রং লাল এবং সবুজ হয় । এই তিনটি লাইন একসঙ্গে কাজ করে স্টকের ট্রেন্ডের দিক নির্দেশ করে ।

MDI (Market Direction Indicator)

স্টক প্রাইস MDI কে উপরে ক্লস হলে Buy Signal । স্টক প্রাইস MDI নীচে এসে ক্লস হলে Sell Signal ।

আরো পড়ুন শেয়ার বাজারে 7 টি বৃহত্তম ভুল যা সহজে আপনি এড়াতে পারবেন 

RSI (Relative strength index )

RSI মূল ব্যবহার হল overbought এবং oversold নির্ণয় করার জন্য ।যখন RSI 70 এর উপরে থাকবে তখন সেটি overbought এবং RSI যখন ৩০ নীচে থাকবে তখন সেটি oversold zone ।

আজকের ব্লগে জনপ্রিয় ছয়টি Technical Indicator সম্পর্কে আলোচনা করা হল। আশা করি এই ব্লগটি মন দিয়ে পড়লে আপনাদের Technical Analysis করতে অনেক সুবিধা হবে । আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য Investing.com এই ওয়েবসাইটি ব্যবহার করতে পারেন ।

আজকের ব্লগটি পড়ে ভালো লেগে থাকলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন  এবং আজকের বিষয় সম্পর্কিত কোন প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানান ।

সতর্কীকরণঃ আজকের ব্লগে যে সমস্ত উদাহরন ব্যবহার করা হয়েছে কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য এবং পাঠকের তথ্যের জন্য ।বিনিয়োগ সম্পর্কিত কোন সিদ্ধান্ত নেওয়ার আগে দয়া করে আপনার আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন ।

This Post Has 2 Comments

Leave a Reply