You are currently viewing অপশন চেইন বেসিক

অপশন চেইন বেসিক

আজকের ব্লগে আমি আপনাদের সাথে উদাহরন সহ  নিফটি, বাঙ্কনিফটি, শেয়ার এবং অন্যান্য সুচকগুলির জন্য অপশন চেইন বিশ্লেষনের মূল বিষয়গুলি শিখব ।অপশন ট্রেডিংয়ের একজন বিগিনার হিসাবে , অপশন চেইন জানা এবং ডেটা বিশ্লেষন করা খুব জরুরি । অপশন চেইন আপনাকে অপশনে ট্রেড করার জন্য প্রয়োজনীয় সমস্ত ডেটা দেয় । অপশন চেইন কিভাবে পড়তে হয় তা শেখা অপশন ট্রেডিংয়ের একটি গুরুত্বপুর্ন অংশ। বেশিরভাগ বিনিয়োগকারী অপশন ট্রেডিংয়ে অর্থ হারায় কারন তারা অপশন চেইন পুরোপুরি বুঝতে পারেনা ।

একবার অপশন চেইন বুঝতে পারলে, আপনার অপশন ট্রেডিংয়ে অর্থ উপার্জনের দক্ষতা অবশ্যই উন্নত হবে ।অপশন চেইন বোঝার জন্য আপনাকে ITM, ATM,OTM,STRIKE PRICE প্রভৃতি সম্পর্কে আপনাকে পরিষ্কার ধারনা নিতে হবে ।চলুন তাহলে অপশন চেইন সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করি ।

অপশন চেইন কী ?

অপশন চেইন হল সমস্ত উপলব্ধ অপশন চুক্তির (option contract) একটি তালিকা ।নিরাপত্তার জন্য পুট অপশন এবং কল অপশন স্টক এবং ইনডেক্সে অন্তর্ভুক্ত করা হয় ।টেবিলে একটি নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার তারিখের জন্য অপশন কন্ট্রাক্টের ওপেন ইন্টারেস্ট, স্টাইক মূল্য, প্রিমিয়াম প্রভৃতি তথ্য অন্তভুক্ত রয়েছে ।মনে রাখবেন, যেমন নিফটি, ব্যাঙ্কনিফটি এবং অন্যান্য স্টকের জন্য একটি অপশন চেইন রয়েছে , তেমনি আপনার কাছে F & O  তে ট্রেড করা , সমস্ত মূল সূচক গুলির জন্য এবং পৃথক স্টকের জন্য অপশন চেইন রয়েছে যেখানে অপশন ট্রেডিং অনুমোদিত ।তবে অপশন চেইন তখনই প্রাসঙ্গিক যখন চুক্তিটি যথেষ্ট লিকু্ইড হয় ।

আরো পড়ুন ক্রিপ্টোকারেন্সি কী?ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

অপশন চেইন কীভাবে অ্যানালাইসিস করতে হয় ?

আজকে আমি অপশন চার্টের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা  করব যা আপনাদের অপশন চার্ট অ্যানালাইসিস করতে  সাহায্য করবে । চলুন তাহলে জেনে নেই অপশন চার্টের বিভিন্ন উপাদানগুলো-

অপশনের ধরন

সাধারণত অপশন দুই ধরনের আছে – কল অপশন, পুট অপশন

কল অপশন – কল অপশন একটি চুক্তি যা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে একটি নির্দিষ্ট মুল্যে কেনার অধিকার দেয় ।

কল সাইডে লং পজিশন হলে প্রাইস উপরের দিকে যাবে । কল সাইডে শর্ট পজিশন হলে প্রাইস নীচে যাবে ।

যে স্টাইক প্রাইসে ওপেন ইন্টারেস্ট বেশি ,ওই স্টাইক প্রাইস রেজিসট্যান্সের কাজ করে ।

পুট অপশন-পুট অপশন একটি চুক্তি যা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে একটি নির্দিষ্ট মুল্যে বিক্রয় করার অধিকার দেয় ।

পুট সাইডে লং পজিশন  হলে প্রাইস নীচে যাবে ।পুট সাইডে শর্ট পজিশন হলে প্রাইস উপরে যাবে ।

যে স্টাইক প্রাইসে ওপেন ইন্টারেস্ট বেশি, ওই স্টাইক প্রাইস সাপোর্টের কাজ করে ।

Open free Demat account.

স্ট্রাইক প্রাইস

স্ট্রাইক প্রাইস মানে এমন একটি মুল্যে যেখানে অপশনের ক্রেতা এবং বিক্রেতা উভয়েই একটি চুক্তি সম্পাদন করতে সম্মত হয় ।যখন অপশনের দাম স্ট্রাইক প্রাইস ছাড়িয়ে যায়,তখন অপশন ট্রেড লাভজনক হতে দেখা যায় ।

ইন দ্য মানি (ITM)

ইন দ্য মানি এটিএম বিবেচনা করা হয় যখন কল অপশনের স্টাইক মুল্যে বর্তমানের বাজারের মুল্যের তুলনায় কম হয় । বিপরীতভাবে, পুট অপশনটি হল ইন দ্য মানি  যদি বর্তমান বাজার মুল্যে স্টক মুল্যের চেয়ে কম হয় ।

অ্যাট দ্য মানি (ATM)

অ্যাট দ্য মানি এমন এক পরিস্থিতিকে বোঝায় যেখানে একটি পুট বা কল বিকল্পের স্ট্রাইক মুল্যে একটি নির্দিষ্ট সম্পদের বর্তমান বাজার মুল্যের সমতুল্য ।

ওভার দ্য মানি (OTM)

ওভার দ্য মানি বিবেচনা করা হয় যখন  স্ট্রাইক মুল্যে একটি নির্দিষ্ট সম্পদের বর্তমান বাজার মুল্যের চেয়ে বেশি হয় ।একইভাবে , অন্যদিকে যদি স্ট্রাইক মুল্যে একটি নির্দিষ্ট সম্পদের বর্তমান বাজার মুল্যের থেকে কম হয় , তাহলে পুট বিকল্পটি OTM বলা হয় ।

ওপেন ইন্টারেস্ট বা OI

ওপেন ইন্টারেস্ট মানে একটি নির্দিষ্ট স্ট্রাইক প্রাইসের সময় বিনিয়োগকারীদের আগ্রহ । পরিমাণ যত বেশি হবে একটি বিকল্পের প্রকৃত স্ট্রাইক প্রাইসের জন্য বিনিয়োগকারীদের মধ্য সুদ তত বেশি হবে । যেহেতু ব্যাবসায়ীদের মধ্য বেশি আগ্রহ আছে , তাই আপানার ট্রেড করার জন্য উচ্চতর তারল্য থাকবে ।

ওপেন ইন্টারেস্ট পরিবর্তন (Change in open intarest)

আগের দিনের তুলনায় ওপেন ইন্টারেস্ট কতটা বাড়ল কিংবা কমল ।

আয়তন

আয়তন (volume) বিনিয়োগকারীর আগ্রহ এবং বাজারের মধ্যে বিনিয়োগ করা একটি নির্দিষ্ট মুল্যের জন্যে একটি অপশন চুক্তির মোট সংখ্যা দেখায়  ।

আয়তন প্রতিদিন গননা করা হয় এবং অনেক বিনিয়োগকারী বর্তমান আগ্রহ বুঝতে সাহায্য করতে পারে ।

 

IV

IV দ্বারা সম্ভবনা গননা করা হয় । এটি প্রতিদিন লক্ষ্যে করতে হয় ।IV বেশি হলে অপশন প্রিমিয়ামে মুভমেন্ট আসবে যা উপরের দিকে কিংবা নীচের দিকে যেকোন দিকে হতে পারে

IV কম হলে স্টক প্রাইস/ইনডেক্সের তেমন কোন মুভমেন্ট হবে না ।

ধরুন কোন একটি নির্দিষ্ট স্টাইক প্রাইসে IV ১০ হলে , স্টাইক প্রাইস ১০% উপরে কিংবা নীচে যেতে পারে ।

LTP (Last traded price )

নির্দিষ্ট স্টাইক প্রাইসে কতটা প্রিমিয়াম দিতে হবে ।

Net Change

আগের দিনের তুলনায় প্রিমিয়াম কতটা বাড়ল কিংবা কমল ।

Bid Qty

কতগুলো ক্রেতা আছে ।

Bid Price 

ক্রেতা কত বিড (কেনার) প্রাইস রেখেছে ।

Ask Price

বিক্রয়ের জন্য কত আস্ক প্রাইস রেখেছে ।

Ask Qty

কতগুলো বিক্রয়ের কন্ট্রাক্ট রয়েছে ।

Expiry Date

কলে (call) যে স্টাইক প্রাইসে কিনেছি সেটা ক্রস করলে প্রোফিট ।

পুটে (put) যে স্টাইক প্রাইসে কিনেছি সেটার নীচে নামলে  প্রোফিট ।

 

অপশন চেইন সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর

১) CE এবং PE পুরো অর্থ কী ?

উত্তরঃ CE- call European

PE- put European

২) call yellow বলতে কী বোঝায় ?        

উত্তরঃ বর্তমান বাজার মুল্যে স্টাইক মুল্যেরের থেকে বেশি চলছে ।

৩) call white বলে কি বোঝায় ?

উত্তরঃ বর্তমান বাজার মুল্যে স্টাইক মুল্যের থেকে নীচে চলছে ।

 

আজকের ব্লগে আমি আপনাদের সাথে অপশন চেইন তালিকার বিভিন্ন উপাদানগুলির সাথে পরিচিত করালাম যা আপনাদের অপশন তালিকা দেখার সময় আপনারা সঠিক ভাবে বুঝতে পারবেন ।

পরবর্তী ব্লগে আমি আপনাদের সাথে অপশন সম্পর্কিত আরো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ব্লগটি পড়ে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

This Post Has One Comment

Leave a Reply