শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খোলা প্রধান শর্ত ।কখন কখন আমরা একাধিক ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে থাকি, তার মধ্য কিছু অ্যাকাউন্ট অব্যবহত থাকে ।কিছু কিছু ব্রোকার অ্যাকাউন্ট ফী চার্জ করে ফলে এটি আপনার খরচ করতে পারে ।সুতরাং, নিস্ক্রিয় বা শূন্য ব্যালেন্স ডিম্যাট আকাউন্ট বন্ধ করে দেওয়া আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে ।
DEMAT ACCOUNT বন্ধ করার পূর্বে আপনাকে কিছু বিষয় সম্পর্কে সুনিশ্চিত হতে হবে ।সেই সমস্ত বিষয়গুলি নিন্মে আলোচনা করা হল –
১) আপনার ডিম্যাট অ্যাকাউন্টের সাথে কোন মিউচুয়াল ফান্ড, বন্ড ইত্যাদির কোন লিঙ্ক নেই ।
২) আপনার অ্যাকাউন্টে কোন ডেবিট ব্যালেন্স নেই ।
৩) আপনার DEMAT ACCOUNT এবং ট্রেডিং অ্যাকাঊন্টে কোন হোল্ডিং নেই ।
ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ করার পদ্ধতি
ডিম্যাট অ্যাকাউন্ট খোলা এখন একটি সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া। তবে একটি Demat account বন্ধ করা সহজ কাজ নয় ।এতে ব্রোকারের অফিসে যাওয়া এবং ফ্রম ফিলাপ করে জমা করতে হয় কিংবা ফর্ম ফিলাপ করে ব্রোকারের মেইন অফিসে ডাকযোগে পাঠানো হয় । চলুন তাহলে বিস্তারিত ভাবে জেনে নেই কিভাবে DEMAT ACCOUNT বন্ধ করতে হয় ?
একটি DEMAT ACCOUNT করার জন্য প্রয়োজনীয় বিশদ বিবরণ আপনার ক্লোজার জমা দেওয়ার সময় আপনাকে নিন্মলিখিত বিষয়গুলি অন্তভুক্ত করতে হবে –
১) ডিপি এবং ক্লাইন্ট আইডি ,
২) KYC বিশদ যেমন নাম এবং ঠিকানা ,
৩) DEMAT ACCOUNT বন্ধ করার কারন ,
৪) ডিম্যাট অ্যাকাউন্ট ধারকের একের বেশি বাক্তির নাম থাকলে , প্রত্যককে সই করতে হবে ।
আরো পড়ুন –Angel One অ্যাপের সাহায্য বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন, পাবেন ছাড়
ডিম্যাট আকাউন্ট বন্ধের দুটি প্রকার রয়েছেঃ
অ্যাকাঊন্ট বন্ধঃ যখন বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে কোনো হোল্ডিং থাকে না , তখন অনলাইন কিংবা অফলাইনে ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ডিপোজিটারির কাছে অনুরোধ উখাপন করা যেতে পারে ।
স্থানাত্তর এবং অ্যাকাউণ্ট বন্ধ করাঃ যদি বন্ধ থাকা সিকিউরিটিগুলি অন্য ডিম্যাট অ্যাকাউন্টে স্থানাত্তর করার প্রয়োজন হয় তবে পদ্ধতিটি কিছুটা আলাদা ।
স্থানাত্তর এবং অ্যাকাউণ্ট বন্ধ করার প্রক্রিয়াঃ
একটি ডিম্যাট থেকে অন্য ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার স্থানাত্তরের ক্ষেত্রে একটি ডিম্যাট আকাউন্ট বন্ধ করার প্রক্রিয়া –
১) ভারতে দুটি ডিপোজিটরি রয়েছে, NSDL এবং CDSL । আন্তঃআমানত স্থানান্তরের ক্ষেত্রে , একটি DIS SILIP প্রয়োজন হবে এবং ডিম্যাট অ্যাকাউন্টে অফ মার্কেট স্থানান্তর বিকল্পটি বেছে নিতে হবে ।
২) তারপর অ্যাকাউন্ট থেকে লগ,স্ট্যাম্প এবং স্বাক্ষর সহ আসল CML অর্জন করতে হবে ।
৩)এরপরে আপনি যে শেয়ারগুলি স্থানন্তরিত করতে চান তার প্রাসঙ্গিক বিশদ বিবরণ এবং নাম সহ সম্পূর্ণ ফ্রমটি তাদের ISIN এর সাথে অবশ্যই উল্লেখ করতে হবে । টার্গেট ক্লাইন্টকে তাদের আইডির সাথে উল্লেখ করতে হবে যা একটি ১৬ অক্ষরের কোড ।
৪) এই সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই আপনার ডিপি অফিসে জমা করতে হবে অথবা হেড অফিসে পোস্ট করে পাঠাতে হবে ।
৫) বন্ধ করার জন্য একজন ব্যাঙ্ক আধিকারিককে স্ব প্রত্যায়িত ডিম্যাট ক্লোজার ফ্রমটি যাচাই করা বাধ্যাতামুলক ।
আরো পড়ুন – ভালো শেয়ার চেনার উপায়
কীভাবে শেয়ার ব্যাবসায় লাভবান হবেন ? আমার মতে সেরা 30টি বিনিয়োগ পরামর্শ ।
Technical Indicator কী ? জনপ্রিয় 6 টি টেকনিক্যাল ইন্ডিকেটর সম্পর্কে জেনে নিন ।
বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্ট ক্লোজিং ফর্মঃ
১) sharekhan account closing form
3) ZERODHA ACCOUNT CLOSING FROM
4) ANGEL ONE ACCOUNT CLOSING FORM
5) HDFC SECURITIES TRADING ACCOUNT CLOSING FORM
6) EDELWEISS ACCOUNT CLOSING FORM
7) AXIX BANK ACCOUNT CLOSING FORM
8) KOTAK SECURITIES ACCOUNT CLOSING FORM
9) PAYTM MONEY ACCOUNT CLOSING FORM
আপনারা যেকোন কোম্পানির DEMAT ACCOUNT বন্ধ করার জন্য সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্লোজিং ফর্ম ডাউনলোড করে , সেটি ফিলাপ করতে হবে তারপর ফর্মে উল্লেখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে ।খুব কম ব্রোকার অ্যাকাউন্ট বন্ধ করার জন্য অনলাইন অপশন দেয় ।
Hi, I’m Pritam Saha. I have a passion for stocks and have spent my last 6+ years learning about the stock market. My Blog focuses on idea & concepts that improve the skills of the investor to manage their own money.
Pingback: শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি।Final checklist before Investing in a stock - Share Bazar Blog