You are currently viewing Angel One অ্যাপের সাহায্য বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন, পাবেন ছাড়

Angel One অ্যাপের সাহায্য বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন, পাবেন ছাড়

শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য  ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট থাকা খুব জরুরি (ANGEL ONE) । এই দুটি অ্যাকাউন্ট থাকলে আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে অংশগ্রহন করতে পারবেন  ।স্টক মার্কেটে বিনিয়োগের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য ফ্রি প্রদান করতে হয় এছাড়াও এমসি চার্জ (AMC) এবং ডেলিভারি চার্জ দিতে হয় ।সম্প্রতি দেশের সবচেয়ে বড় ব্রোকারেজ হাউজ Angel One দেশের সমস্ত মানুষদের জন্য নিয়ে এসেছে ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সুযোগ , এছাড়াও থাকছে একবছরের এমসি চার্জ সম্পূর্ণ বিনামূল্যে এবং লাইভটাইম ফ্রি রয়েছে ডেলিভারিতে , বিশ্বের যেকোন স্টক মার্কেটে Angel One অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন ।এসমস্ত সুযোগ পেতে আজই Angel One অ্যাপ ডাউনলোড করুন ।

ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক –  https://tinyurl.com/y38db6k9

ডিম্যাট অ্যাকাউন্ট কী ?

আপনি CLINT কোডের মাধ্যমে যখন শেয়ার কিনবেন, সেটি যখন একদিনের বেশী হবে তখন সেটি জমা থাকবে DEMAT অ্যাকাউন্টে । DEMAT অ্যাকাউন্ট হল শেয়ার এর GARAGE  ঘর , আপনি যা কিনবেন তা এখানে জমা হবে ।

DEMAT অ্যাকাউন্ট নজরদারি করে থাকে NSDL ও CDSL. ব্রোকাররা যেমন SEBI নিয়ন্ত্রিত ঠিক তেমনি NSDL ও CDSL  হল ডিম্যাটের এক্সচেঞ্জ ।

আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন একদম বিনামূল্যে – https://tinyurl.com/y6fnq69h

ডিম্যাট অ্যাকাউন্টের পরিসংখ্যান

গত চার বছর ধরে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সংখ্যা উধ্বগতিতে বৃদ্ধি পেয়ে চলেছে , তার অন্যতম কারন হিসাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে ।

পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ মার্চ মাসে ভারতে ৩.৬ কোটি ডিম্যাট অ্যাকাউন্ট ছিল । ২০২১ সালে নভেম্বর মাসে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭.৭ কোটিতে পৌছায় । অর্থাৎ দ্বিগুণের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে । বিশেষ্ণজ্ঞদের মতে , মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে , বর্তমান যে হারে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে তার সাথে  মিলিয়ে রিটার্ন তৈরি করতে পাচ্ছেনা বিনিয়গকারীরা , ফলস্বর‌প তারা স্টক মার্কেটের দিকে ঝুঁকছে ।

Angel One অ্যাপের মাধ্যমে আপনি কেন ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন ?

Angel Broking ব্রোকারেজ হাউজের পথ চলা শুরু হয় ১৯৮৭ সালে । প্রথমের দিকে ফুল টাইম ব্রোকারেজ হিসাবে আত্নপ্রকাশ করে , বর্তমানে ফুল টাইম এবং ডিসকাউন্ট দুটির ওপরে কাজ করে । সারা ভারতে ১১ হাজারের বেশি ব্রাঞ্চ রয়েছে । আপনি বিনিয়োগ শুরু করতে চাইলে কেন Angel one ব্রোকারেজ হাউজের কাছেই অ্যাকাউন্ট খুলবেন , নিন্মে আমদের রিসার্চ টিম আপনাদের কাছে তুলে ধরেছে –

১) Angel one একটি অ্যাকাউন্ট খোলার মাধ্যমেই আপনারা equity, derivative , IPO , mutual fund , insurance , commodities , currencies প্রভৃতিতে বিনিয়োগ করতে পারবেন ।

 

২) আপনি ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট ফ্রী তে খুলতে পারবেন ।অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক – https://tinyurl.com/y6fnq69h

 

৩) একবছরে AMC চার্জ আপনাদের দিতে হবে না ।

 

৪) ডেলিভারিতে কোন রকম চার্জ নেই । লাইভটাইম ফ্রি ।

 

৫) মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে উন্নত টেকনলজির ব্যবহার করেছে ।

 

৬) খুব সহজে ব্যাবহার করা যায় ।

 

৭) স্টক সুপারিশ (recommendation) প্রদান করে ।

 

৮) মার্কেট সম্পর্কিত গভীর জ্ঞান দেওয়া হয় ।

 

৯) টেকনিক্যাল আনালাইসিস করার জন্য ২০ + চার্ট অপশন রয়েছে ।

 

১০) পোর্টফোলিও হেল্‌থ চেক করতে পারবেন ।

 

১১) webinar ক্লাস করার সুযোগ পাবেন ।

 

১২) অনলাইন এবং অফলাইন এই দুই ধরনের সাপোর্ট পাবেন ।

 

১৩) টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুই ধরনের রিসার্চ রিপোর্ট প্রদান করে ।

আজই আপনার অ্যাকাউন্ট খুলুন – https://tinyurl.com/y6fnq69h

 

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রিটেল ইনভেস্টরকারীদের প্রশংসায় কী বলেছেন ?

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কয়েক দিন আগে শেয়ার বাজারে খুচরো  বিনিয়োগকারীদের বিনিয়োগ বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন । বিদেশি    বিনিয়গকারিদের লগ্নি তুলে নেওয়া নিয়ে অর্থমন্ত্রী বলেছেন । ভারতের স্টক মার্কেটে প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে । খুচরো লগ্নিকারীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে শেয়ার বিনিয়োগ করছেন । আগে বেশিরভাগ বিনিয়োগকারীরা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করত এখন ধীরে ধীরে স্টক মার্কেটের প্রতি আগ্রহী হচ্ছে ।

স্টক মার্কেটে লোকসানের ঝুঁকি রয়েছে তখনই , যখন আপনি না জেনেই স্টকে বিনিয়োগ করা শুরু করবেন । স্টক মার্কেটে কিভাবে উচ্চ আয় করবেন সেগুলি বিষয়ে আমি আপনাদের সাথে নিন্মে আলোচনা করছি ।

শেয়ার বাজারে বিনিয়োগের জন্য কোন বিষয়গুলি সম্পর্কে জানা উচিত ?

স্টক মার্কেট একটি ব্যাবসা , কোন ব্যাবসাই একদিনে সাফল্য পায় না । একটি ব্যাবসা বড় হওয়ার জন্য সময় লাগে সেই সময়ের জন্য আপানাকে ধৈয্য  ধরতে হবে , তবেই সফল হবেন ।

বিনিয়োগের প্রথমেই আপনাকে নিন্মলিখিত বিষয়গুলি সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করা উচিত –

১) শেয়ার বাজারের সহজ পাঠ

 

২)   কীভাবে শেয়ার ব্যাবসায় লাভবান হবেন ? আমার মতে সেরা 30টি বিনিয়োগ পরামর্শ ।

 

৩) ভালো শেয়ার চেনার উপায়

 

৪) শেয়ার বাজারে 7 টি বৃহত্তম ভুল যা সহজে আপনি এড়াতে পারবেন

 

৫) Why retail investors lose money in the stock market./খুচরো বিনিয়োগকারীদের শেয়ার বাজারে অর্থ হারানোর কারনঃ

 

৬)নতুনদের জন্য শেয়ার বাজার প্রশিক্ষণ

 

শেয়ার বাজারে বিনিয়োগকারীদের কোন বইগুলো পড়া উচিত ?

শেয়ার বাজারে বিনিয়োগে সফল হওয়ার জন্য বিনিয়োগ সম্পর্কিত বই পড়া খুবই জরুরি । আমি বিভিন্ন বিনিয়োগ সম্পর্কিত বইয়ের সামারি করেছি যা আপনাদের খুবই সাহায্য করবে  বিনিয়োগে সফল হতে –

 

১)  যে ১০ টি বই সব বিনিয়োগকারীদের পড়া উচিত

 

২) দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর: বেঞ্জামিন গ্রাহাম

 

৩) পিটার লিঞ্চঃ লার্ন টু আর্ন

 

৪) রিচ ড্যাড পুওর ড্যাড :রবার্ট টি কিয়োসাকি

 

৫) কমন স্টকস অ্যান্ড আনকমন প্রফিটস

 

৬) দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর: বেঞ্জামিন গ্রাহাম

 

7)দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন : জর্জ এস ক্ল্যাসন

 

8) The Warren Buffett Way :Robert G. Hagstrom

 

আজকের ব্লগে আমি আপনাদের সাথে দেশের সবচেয়ে বড় ব্রোকারেজ হাউস Angel One অ্যাকাউন্ট ওপেন করার সুবিধাগুলি সম্পর্কে জানিয়েছি   এবং অ্যাকাউন্ট ওপেন করার পর কোন বিষয়গুলি নিয়ে আপনাদের পড়াশোনা করা উচিত তাও জানিয়েছি ।

আপনিও যদি ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে তাহলে নীচের নীচের লিঙ্কটি ক্লিক করুন –

ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক –  https://tinyurl.com/y6fnq69h

আজকের ব্লগ পড়ে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে, সকলকে পড়ার সুযোগ করে দিন ।আজকের ব্লগ সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান ।

কিভাবে Angel One app ব্যবহার করবেন।

This Post Has 8 Comments

Leave a Reply